কোহলিদের সাথে স্লেজিং চান না ফিঞ্চ
ফাফ ডু প্লেসি সিরিজ চলার সময়েই বলেছিলেন, অস্ট্রেলিয়ানরা নাকি এখন একেবারেই কম স্লেজিং করে। বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার ক্রিকেটের নীতিগত পরিবর্তনটা তাই কমবেশি সবারই চোখে পড়ছে। ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চও বললেন, কোহলিরদের বিপক্ষে স্লেজিং চান না তিনি।
আক্রমণাত্মক ক্রিকেট মানেই স্লেজিং নয়, মানছেন ফিঞ্চ, ‘প্রতিপক্ষের ওপর চড়াও হওয়া মানে তাদের সাথে তর্কে জড়ানো না। এটা আপনার শরীরী ভাষা দিয়েও প্রকাশ করা যায়। ভালো ফিল্ডিং করে প্রতিপক্ষকে চাপে রেখেও করা যায়। এটাই আক্রমণাত্মক ক্রিকেট। তর্ক জুড়ে দিলে সেটা কারো জন্যই ভালো হয় না, ম্যাচ থেকে মনোযোগও সরে যায়। আমি তাই চাই না ভারতের সাথে কেউ স্লেজিংয়ে মনযোগী হোক।’
নিজেদের ইতিহাসে টানা সাত ওয়ানডে হেরেছে অস্ট্রেলিয়া। একের পর এক সিরিজ হেরেই চলেছে বিশ্বচ্যাম্পিয়নরা। ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে তাই বদ্ধ পরিকর ফিঞ্চরা, ‘জয়ের জন্য মরিয়া হয়ে আছি আমরা। গত কয়েক মাস খুব একটা ভালো কাটেনি। আশা করই ভারতের বিপক্ষেই ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া। আর আমরা জিততে চাই বটে, কিন্তু সেটা সঠিক উপায়ে। আমাদের স্লেজিং নিয়ে অনেক কথাই হয়েছে। অস্ট্রেলিয়ানরা বরাবরই মাঠে আক্রমণাত্মক থাকে। সেটা স্লেজিংয়ে না হলে অন্যভাবে থাকুক, এটা আমার মতো দলের সবাই চাইবে। গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের ফলাফল বদলে দেওয়ার মতো পারফরম্যান্স দরকার।’
ভারতের বিপক্ষে সিরিজের আগে ডু প্লেসি অজিদের পরামর্শ দিয়েছিলেন, তাঁরা যেন কোহলির সাথে তর্কে না জড়ায়। ডু প্লেসির এই পরামর্শ ‘মাথায় রাখবেন’ ফিঞ্চ, ‘কোহলি নিজের কথা দিয়ে দলকে উজ্জীবিত করে। এটা সে দারুণ উপভোগ করে। এটা শুধু অনুপ্রেরণা দেওয়ার জন্যই, খারাপ কিছু না। আর শুধু ভারত না, অন্য যেকোনো দলের হয়ে খেলার সময়ও সে এটা করে। আমরাও তাঁর সাথে অপ্রয়োজনীয় তর্কে জড়াতে চাই না। ভারতের সবার সাথে অনেকবার খেলেছে অস্ট্রেলিয়া, সবাইকে বেশ ভালোভাবেই চেনে আমাদের সবাই। সিরিজটা দারুণ রোমাঞ্চকর হবে।’
আজ টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজ।