• অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
  • " />

     

    বাসা থেকেই বের হচ্ছেন না পান্ডিয়া!

    বাসা থেকেই বের হচ্ছেন না পান্ডিয়া!    

    এক টিভি অনুষ্ঠানেই ওলটপালট হয়ে গেছে তাঁর পুরো ক্যারিয়ার। বিতর্কিত মন্তব্য করে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই দেশে ফিরেছেন। দল থেকে বাদ পড়ার পাশাপাশি যোগ হয়েছে নিষেধাজ্ঞাও। পান্ডিয়ার বাবা এবার জানালেন, দেশে ফেরার পর থেকে নাকি বাসা থেকেই বের হচ্ছেন না পান্ডিয়া!

    ‘কফি উইথ করন’ নামের টিভি শোতে নানা বিতর্কিত মন্তব্যের পর ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল পান্ডিয়া ও রাহুলকে। দেশে ফেরার পর দুজনকে মুখোমুখি হতে হয়েছে বিসিসিআইয়ের নিষেধাজ্ঞারও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিনিয়তই পান্ডিয়া ও রাহুলকে শুনতে হচ্ছে নানা সমালোচনা।

    পান্ডিয়ার বাবা হিমাংশু জানিয়েছেন, অস্ট্রেলিয়া থেকে ফেরার পর ঘরের বাইরে বের হননি পান্ডিয়া, ‘দেশে ফেরার পর থেকে সে বাড়ির বাইরে এক কদমও রাখেনি। টিভির সামনে বসেই অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচ দেখেছে সে। কারো ফোনেরও জবাব দিচ্ছে না। শুধু বিশ্রাম নিয়েই দিন কাটছে ওর। এই ব্যাপার নিয়ে পরিবারের কেউই তাঁর সাথে কথা বলছে না, এমনকি তাঁর ভাই ক্রুনালও না। সে টিভি শোতে করা তাঁর মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছে, এরকম আর হবে না বলেও দৃঢ় প্রতিজ্ঞ সে।’

    শুধু ঘর থেকে বের হওয়া নয়, পান্ডিয়া উদযাপন করেননি তাঁর প্রিয় উৎসব পৌষ সংক্রান্তিও, ‘পৌষ সংক্রান্তি আমাদের গুজরাটের অনেক বড় একটি উৎসব। ঘুড়ি উড়াতে খুব ভালোবাসে সে, কিন্তু ব্যস্ততার জন্য খুব বেশি সুযোগ পায় না। এবার সেই সুযোগ থাকলেও ছাদেই ওঠেনি পান্ডিয়া। সে আসলে উৎসব পালনের মতো অবস্থায় নেই।’

    শেষ পর্যন্ত বিশ্বকাপের আগে জাতীয় দলে ফিরতে পারবেন কিনা পান্ডিয়া ও রাহুল, সেটা সময়ই বলে দেবে।