• অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
  • " />

     

    বিশ্বকাপে ধোনিকে চার নম্বরে চান রোহিত

    বিশ্বকাপে ধোনিকে চার নম্বরে চান রোহিত    

    গত কয়েক বছর ধরেই তাঁর ব্যাটে রান নেই। গত বছর একটিও হাফ সেঞ্চুরির দেখা পাননি মহেন্দ্র সিং ধোনি। নতুন বছরের শুরুতেই ফিফটি পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে ধীরগতির এই ইনিংস নিয়ে প্রশ্নও উঠেছে অনেক। ফিফটি করার সময় ধোনির সাথে ক্রিজে থাকা রোহিত শর্মা অবশ্য বলছেন ভিন্ন কথা। রোহিতের মতে, ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে চার নম্বরে ব্যাটিংয়ের জন্য ধোনিই সবচেয়ে যোগ্য।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অধিনায়ক বিরাট কোহলি নিজেই বলেছিলেন, চার নম্বরে আমবাতি রাইডুই তাদের প্রথম পছন্দ। রোহিতের মতে, বিশ্বকাপের মতো মঞ্চে ওই পজিশনে ধোনিকে ভারতের প্রয়োজন, ‘আমি ব্যক্তিগতভাবে চাই আগামী বিশ্বকাপে ধোনি চার নম্বরে ব্যাটিং করুক। এটা দলের জন্যই ভালো হবে। রাইডুও একই পজিশনে ভালো খেলছে, অধিনায়ক নিজেই এই পজিশনে তাকে নামানর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ধোনির মতো ব্যাটসম্যান যত উপরে খেলবে ততো ভালো। তিনি তাহলে নিজেকে সেট করার আরও বেশি সময় পাবেন। আশা করি অধিনায়ক ও কোচ ব্যাপারটা ভেবে দেখবেন।’

    অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ধোনি করেছেন ৯৬ বলে ৫১। এর আগে শেষবার ফিফটির দেখা পেয়েছিলেন ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে। শেষবার তিন অংক ছুঁয়েছেন ২০১৭ সালের জানুয়ারিতে। ২০১৮ সালে ধোনির গড় ছিল মাত্র ২৫। স্ট্রাইক রেট ছিল আরও অবাক করার মতো(৭১.৪২)। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি পেলেও ধোনির সেই পুরনো মারমুখী রূপটা দেখা যায়নি।

    ধোনির স্ট্রাইক রেট নিয়ে গত ম্যাচের শেষে ছিল নানা প্রশ্ন। রোহিত মনে করেন, পরিস্থিতি বুঝেই ওভাবে ব্যাটিং করেছিলেন ধোনি, ‘যখন তিনি ক্রিজে নামেন, তখন আমরা তিন উইকেট হারিয়ে ফেলেছি। অস্ট্রেলিয়ানরা ভালো বোলিংও করছিল। তাই আমি ও তিনি কিছুক্ষণ সময় নিয়েছি। আমরা চেয়েছিলাম প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠে হাত খুলে ব্যাট করব। দল যখন যে পজিশনে চায় ও যেভাবে চায়, ধোনি সেভাবেই ব্যাটিং করেন। এটা আমাদের জন্য দারুণ একটা ব্যাপার।’

    ধোনিকে চারে খেলানোর ব্যাপারে কোহলি রোহিতের কথা নিশ্চয়ই শুনবেন!