কোহলিদের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় হ্যারিস
স্মিথ-ওয়ার্নারের নিষেধাজ্ঞার পর প্রতি সিরিজেই যেন নতুন মুখ আনার হিড়িক লেগেছে অস্ট্রেলিয়ার। ভারতের বিপক্ষে সিরিজেও এর ব্যাতিক্রম হচ্ছে না। ঘরের মাঠে কোহলিদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৪ জনের অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন মার্কাস হ্যারিস। ভারতের সাথে প্রথম টেস্টেই অভিষেক হতে পারে তাঁর। অভিষেক হতে পারে দলে ফেরা আরেক পেসার ক্রিস ট্রিমেইনেরও।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিনজনের অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়া দলে। অ্যারন ফিঞ্চ, ট্রাভিস হেড ও মার্নাস ল্যাবুশেন ব্যাগি গ্রিন পেয়েছিলেন আরব আমিরাতে। ভারতের সাথেও অভিষেকের অপেক্ষায় রয়েছেন আরও দুইজন ক্রিকেটার। ২০১৮-১৯ মৌসুমে শেফিল্ড শিল্ডে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন হ্যারিস-ট্রিমেইন। ভিক্টোরিয়ার হয়ে ছয় ইনিংসে হ্যারিস করেছেন ৪৩৭ রান, সেরা ইনিংস ছিল ২৫০ রানে অপরাজিত থাকা। অন্যদিকে এর আগেও অস্ট্রেলিয়া দলে ডাক পেয়ে অভিষেক হয়নি আরেক ভিক্টোরিয়ান ট্রিমেইনের। এবার ২৪ উইকেট পেয়ে শেফিল্ড শিল্ডে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হনস বলছেন, ঘরোয়া ক্রিকেটের ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাঁহাতি ওপেনার হ্যারিস, ‘সে ভিক্টোরিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে যেভাবে ব্যাটিং করেছে, তাকে তো টেস্ট দলে নিতেই হতো! শুধু যে রান করেছে তা নয়, হ্যারিস বুঝিয়ে দিয়েছে, টেস্ট খেলার জন্য প্রস্তুত সে। জাতীয় দলেও সে ঘরোয়া লিগের মতো রান পাবে, এটাই আমাদের প্রত্যাশা।’
ট্রিমেইনকে নিয়েও আশাবাদী হনস, ‘হ্যারিসের মতো ট্রিমেইনও ভিক্টোরিয়ার হয়ে ভালো পারফর্ম করেছে মৌসুমজুড়েই। এবার সে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। গত মৌসুমেও সে অনেক উইকেট পেয়েছিল। সেও টেস্ট দলে ফেরার যোগ্য।’
পাকিস্তান সিরিজের মতো এবারও অস্ট্রেলিয়া দলে জায়গা হয়নি ম্যাট রেনশ’র। তবে দলে ফিরেছেন পিটার হ্যান্ডসকম্ব। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হলেও দলে রাখা হয়েছে উসমান খাওয়াজাকে। তবে শেষ পর্যন্ত প্রথম টেস্ট খেলতে পারবেন কিনা, সে নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।