এমসিজিতে ভারতকে হতাশ করলো বৃষ্টি
দ্বিতীয় টি-টোয়েন্টি, মেলবোর্ন
অস্ট্রেলিয়া ১৩২/৭, ১৯ ওভার
ম্যাচ পরিত্যক্ত
গ্যাবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিতে ১-০ লিড নিয়ে মেলবোর্ন গিয়েছিল অস্ট্রেলিয়া, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সে অবস্থাতেই সিডনি যাচ্ছে তারা। এমসিজির ম্যাচটা ভেসে গেছে বৃষ্টিতে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯ ওভার ব্যাটিংয়ের পর। আগের দিন বৃষ্টি হলেও এদিন অবশ্য সময়মতোই শুরু হয়েছিল খেলা।
টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, তার বোলাররা আস্থার প্রতিদানও দিয়েছিলেন ভালই। প্রথম পাঁচ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ ইনিংস গ্লেন ম্যাক্সওয়েলের ১৯, তাও আবার তিনি খেলেছেন ২২ বল। দ্বিতীয় বলেই অ্যারন ফিঞ্চকে কট-বিহাইন্ড করেছেন ভুবনেশ্বর কুমার, শেশে নিয়েছেন ১৮ রান করা ন্যাথান কোল্টার-নাইলের উইকেটও। ৩ ওভারে ভুবনেশ্বর দিয়েছেন ২০ রান, শেষ ওভার করার কথা ছিল তারই।
৪ ওভারে ৩৯ রান দিয়ে খরুচে ছিলেন আরেক পেসার খলিল আহমেদ, তবে তিনি নিয়েছিলেন ডারসি শর্ট ও ক্রিস লিনের গুরুত্বপূর্ণ উইকেট। মার্কার স্টোইনিসের উইকেট নেওয়া জাসপ্রিত বুমরাহ ছিলেন দিনের সেরা বোলার, ৪ ওভারে এই ডানহাতি পেসার দিয়েছেন মাত্র ২০ রান।
পেসারদের পারফরম্যান্সের মতোই উজ্জ্বল ছিলেন ভারতীয় দুই স্পিনার, কুলদীপ যাদব ও ক্রুনাল পান্ডিয়া। দুজন মিলে ৮ ওভারে দিয়েছেন ৪৯ রান, নিয়েছেন ২ উইকেট। একমাত্র অলরাউন্ডার হিসেবে খেলা ক্রুনালের প্রথম ম্যাচে জায়গা নিয়ে সমালোচনা উঠেছিল, এদিন অন্তত বোলিংয়ে সেটার জবাব দিয়েছেন তিনি, পেয়েছেন ম্যাক্সওয়েলের উইকেটও।
এমসিজির এ উইকেটে কৌশলী ইনিংস খেলেছেন বেন ম্যাকডারমট, অস্ট্রেলিয়ান ইনিংসের সবচেয়ে উজ্জ্বল দিক ৩০ বলে ৩২ রান করা তিনিই।
সিডনিতে সিরিজ নির্ধারণী বনে যাওয়া ম্যাচটি ২৫ নভেম্বর।