অস্ট্রেলিয়ানদের সাথে তর্কে জড়াতে চান না কোহলি
অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছেন, অথচ তর্কে জড়াননি তিনি, এমনটা হয়েছে খুব কমই। আসন্ন অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজেও দেখা যাবে সেই ‘আক্রমণাত্মক’ বিরাট কোহলিকে, বেশিরভাগ সমর্থকের ধারণা এমনটাই। তবে খোদ কোহলি বলছেন, এবার অস্ট্রেলিয়ানদের সাথে তর্কে জড়ানো কোনো ইচ্ছাই তাঁর নেই।
শেষবার যখন অস্ট্রেলিয়ায় এসেছিলেন, মিচেল জনসনের সাথে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়েছিল। অস্ট্রেলিয়া যখন ভারতে যায়, স্মিথ-ওয়ার্নারদের সাথে তাঁর তর্ক তো গড়িয়েছিল অনেকদূর। জনসন আগেই অবসর নিয়েছেন। নিষেধাজ্ঞার জন্য এবার খেলতে পারছেন না স্মিথ-ওয়ার্নাররাও। অ্যারন ফিঞ্চ অবশ্য সিরিজ শুরুর আগেই বলেছিলেন, কোহলিদের সাথে এবার স্লেজিং চান না তিনি।
কোহলি নিজেও জানালেন, কথার লড়াই নয়, তাঁর মনোযোগ থাকবে নিজের ব্যাটিংয়ের দিকে, ‘আমি ক্যারিয়ারের শুরুতে যা ভাবতাম সেটা এখন অনেকটাই বদলে গেছে। বিশেষ করে গত সফরের পর এবার আমার মাঝে অনেক পরিবর্তন এসেছে, সময়ের সাথে সাথে এটা হয়ত সবার মাঝেই আসে। এখন আমি অনেক বেশি আত্মবিশ্বাসী, কারো সাথে তর্কেও জড়াতে চাই না। সব মনোযোগ নিজের ব্যাটিং ও দলের জয় কীভাবে আসে সেদিকেই থাকবে।’
অস্ট্রেলিয়ানরা স্লেজিং কমিয়েছে, সিরিজ শেষে এমনটাই জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। কোহলি অবশ্য মনে করেন, অস্ট্রেলিয়ানরা তাদের স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলবে, ‘হয়ত আগের সিরিজের মতো হবে না, কিন্তু অস্ট্রেলিয়া তাদের মতোই খেলবে। এভাবেই অস্ট্রেলিয়ানরা ক্রিকেট খেলে আসছে। আশা করি মাঠে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে না। সবাই একটা প্রতিদ্বন্দ্বিতামূলক টেস্ট সিরিজ চাইছে।’
৬ ডিসেম্বর অ্যাডিলেডে হবে সিরিজের প্রথম টেস্ট।