সাজানো সন্ত্রাসী পরিকল্পনার অভিযোগে আটক উসমান খাওয়াজার ভাই
সন্ত্রাসী আক্রমণের ভুয়া পরিকল্পনা তৈরি করে অন্য একজনকে ফাঁসানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাওয়াজার ভাইকে। ৩৯ বছর বয়সী আরসালান খাওয়াজার বিরুদ্ধে ন্যায়বিচারের পথে বাধা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, এক সহকর্মীকে ব্যক্তিগত ক্ষোভ থেকে ফাঁসাতে চেয়েছিলেন আরসালান।
আগস্টে ইউনিভার্সি অফ নিউ সাউথ ওয়েলসের নিজামদিন নামে একজন পিএইচডি গবেষককে গ্রেফতার করা হয়েছিল তার একটি নোটবুকে সন্ত্রাসী আক্রমণের পূর্ণ পরিকল্পনা থাকার কারণে। সে ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আরসালানকেও। সে নোটবুকে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এবং সিডনির অপেরা হাউজের মতো স্থাপনায় আক্রমণের পরিকল্পনা ছিল।
তবে হাতের লেখা বিশেষজ্ঞ সে নোটবুকের লেখার সঙ্গে নিজামদিনের লেখার মিল খুঁজে না পাওয়ায় তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে তাকে ছেড়ে দেওয়া হয়। মূলত সে হাতের লেখা কার, এটা উদঘাটন করতে গিয়েই আরসালানের সিডনির বাসায় তল্লাশির পর তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, একজন মেয়েকে নিয়ে বনিবনা না হওয়ায় নিজামদিনকে ফাঁসাতে চেয়েছিলেন আরসালান। পুলিশের বিশ্বাস, “ব্যক্তিগত ক্ষোভ থেকে সে এ ধরনের কাজে উৎসাহিত হয়েছে।”
এদিকে ভাইয়ের গ্রেফতারের ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে উসমান খাওয়াজা বলেছেন, তার ও তার পরিবারের ব্যক্তিগত জীবনের প্রতি যাতে সম্মান জানানো হয়। ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের আগে নেট করার সময় এ খবর পেয়েছেন খাওয়াজা।
“এটা পুলিশের ব্যাপার, তারাই সামলাবে”, বলেছেন খাওয়াজা। “এই প্রক্রিয়ায় সম্মান জানাতে হলে এ ব্যাপারে আমার আর মন্তব্য করা সমীচীন হবে না। আমি শুধু আপনাদের আমার ও আমার পরিবারের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানাতে বলবো।”
খাওয়াজার সঙ্গে সুর মিলিয়েছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক মিচেল মার্শও।