• অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
  • " />

     

    সব ধরনের ক্রিকেট থেকে গম্ভীরের অবসর

    সব ধরনের ক্রিকেট থেকে গম্ভীরের অবসর    

    সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, নেতিবাচক সব গুঞ্জনের বিরুদ্ধে লড়াই করার শক্তিটা হারিয়ে ফেলেছেন তিনি। ১৯৯৯-২০০০ মৌসুমে শুরু হওয়া দীর্ঘ এক ক্যারিয়ারের ইতি ঘটলো তাই। 

    ২০০৭ সালে প্রথম ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ও ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে ভারতের সর্বোচ্চ স্কোরার ছিলেন গম্ভীর। দুটি ফাইনালেই জিতেছিল ভারত। ক্যারিয়ারের হাইলাইটস এ দুটিকেই করতে চান এই বাঁহাতি। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে শেষ ভারতের হয়ে খেলেছিলেন তিনি। 

    সব মিলিয়ে ৫৮ টেস্টে ৪১.৯৫ গড়ে করেছেন ৪১৫৪ রান, নয়টি সেঞ্চুরির সঙ্গে করেছেন ২২টি ফিফটি। ২৪৭ ওয়ানডেতে ৫২৩৮ রান করেছেন ৩৯.৬৮ গড়ে। ক্যারিয়ারে ৩৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেছেন গম্ভীর। এমএস ধোনির নেতৃত্বে আইসিসির র‍্যাঙ্কিংয়ের শীর্ষ টেস্ট দল হওয়ার সময় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। 

    “আমি বলবো না, তালিকাটা সন্তোষজনক। কারণ, আমার মনে হয়, আরও কিছু দেওয়ার ছিল আমার। এই যাত্রাকালে বেশ কিছু অর্থবহ জুটি গড়েছি। তবে কোনোটাই আপনাদের চেয়ে বেশি (মূল্যবান) নয়, আপনারা যারা ভারতীয় ক্রিকেটের সমর্থক। আপনারা সবচেয়ে মূল্যবান”, বলেছেন গম্ভীর। 

    ২০১১ সালে গম্ভীর হয়েছিলেন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার, ২০১২ সালে প্রথমবার শিরোপা জিতিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে। গত মৌসুমে খেলেছিলেন দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে, তবে বাজে ফর্মের কারণে নিজ থেকেই সরে দাঁড়িয়েছিলেন অধিনায়কত্ব থেকে।