• অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
  • " />

     

    দ্রাবিড়-পূজারার এত মিল!

    দ্রাবিড়-পূজারার এত মিল!    

    অভিষেকের পর থেকেই রাহুল দ্রাবিড়ের সাথে তুলনা হয় তাঁর। চেতেশ্বর পূজারার ব্যাটিং দেখে দ্রাবিড়ের কথা মনে পড়ে, এমনটা না বলা মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর! শুধু ব্যাটিংয়ের ধরন ও পজিশন নয়, পূজারার ক্যারিয়ারের বেশ কিছু পরিসংখ্যানও হুবহু মিলে যায় দ্রাবিড়ের সাথে।

    আজ অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পথে পূজারা পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৫০০০ হাজার রান। পাঁচ হাজার রান ছুঁতে পূজারার লেগেছে ১০৮ ইনিংস। দ্রাবিড়ও টেস্টে পাঁচ হাজার রান ছুঁয়েছিলেন ১০৮ ইনিংসেই।

    শুধু পাঁচ হাজার রান নয়, তিন হাজার ও চার হাজার রান ছোঁয়ার সময় কাকতালীয়ভাবে পূজারা ও দ্রাবিড়ের ইনিংস সংখ্যাও ছিল সমান! দুজনেই টেস্টে তিন হাজার রান ছুঁয়েছেন ৬৭ ইনিংসে। পূজারা ও দ্রাবিড় চার হাজার রান ছুঁয়েছিলেন ৮৪ তম ইনিংসে। 

    দ্রাবিড় টেস্ট থেকে অবসর নেওয়ার আগে খেলেছেন ১৬৪ ম্যাচ, রান ছিল ১৩২৮৮। এই মুহূর্তে ৬৫ নম্বর টেস্ট খেলতে নামা পূজারার রান ৫০২৮। ক্যারিয়ারের শেষে গিয়ে কি দ্রাবিড়কে ছাড়িয়ে যেতে পারবেন পূজারা?