ভারতের দিনে মাথা তুলে দাঁড়ালেন হেড
২য় দিন শেষে
ভারত ১ম ইনিংসে ৮৮ ওভারে ২৫০ (পূজারা ১২৩, রোহিত ৩৭, হ্যাজলউড ৩/৫২, কামিন্স ২/৪৯, )
অস্ট্রেলিয়া ১ম ইনিংসে ৮৮ ওভারে ১৯১/৭ (হেড ৬১*, হ্যান্ডসকম্ব ৩৪; অশ্বিন ৩/৫০, ইশান্ত ২/৩১, বুমরা ২/৩৪)
টেস্ট ক্রিকেটে একটা অলিখিত রীতি আছে, প্রতি দলের অন্তত এক ইনিংস ব্যাট করার আগে উইকেট নিয়ে মন্তব্য করা উচিত নয়। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন শেষে কথাটা অনেকেরই মনে পড়তে পারে। ভারতের ২৫০ রান অনেক কম মনে হচ্ছিল, সেখানেই এখন লিড নিতে পারে ভারত। আর অস্ট্রেলিয়ার আশা হয়ে এখনও ক্রিজে আছেন ট্রাভিস হেড।
দ্বিতীয় দিনে মোহাম্মদ শামির অদ্ভুতুড়ে এক আউটে দিনের প্রথম বলেই অলআউট হয়ে যায় ভারত। হ্যাজলউডের লেগ সাইডের বলটা যেখানে খুশি পাঠাতে পারতেন শামি, কিন্তু শেষ পর্যন্ত ক্যাচ তুলে দেন উইকেটকিপারের কাছে।
অস্ট্রেলিয়ার হোঁচট খেতে শুরু করে একদম শুরু থেকেই। ইনিংসের তৃতীয় বলেই ইশান্ত শর্মার বলে লাইন মিস করে ইনসাইড এজে বোল্ড অ্যারন ফিঞ্চ। নবাগত মার্কাস হ্যারিস ও উসমান খাওয়াজা এরপর নিজেদের খোলসে ঢুকিয়ে নেন, রান তোলার গতি হয়ে পড়ে দারুণ মন্থর। দুজনের জুটিতে ৪৫ রান ওঠার পর এবার দিনে রবিচন্দ্রন অশ্বিনের প্রথম আঘাত। হ্যারিস ব্যাট প্যাড হয়ে ক্যাচ তুলে দেন মুরালি বিজয়ের হাতে। ৪৫ রানে ২ উইকেটের খানিক পরেই অস্ট্রেলিয়া ৫৯ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। অফ স্টাম্পে অশ্বিনের অনেক বাইরের বলটা ড্রাইভ করতে গিয়ে স্টাম্পে নিয়ে আসেন মার্শ,২ রান করেই আউট।
তবে খাওয়াজা ছিলেন বেশ সতর্ক। ২৮ রান তুলতেই খেলে ফেলেছিলেন ১২৮ বল। কিন্তু অশ্বিন আরও একবার হন্তারক। এবার ফ্লাইট আর লুপে বিভ্রান্ত করলেন খাওয়াজাকে, ক্যাচ দিতে বাধ্য করলেন উইকেটের পেছনে। আম্পায়ার অবশ্য শুরুতে আউট দনেনি, রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলাতে পেরেছে ভারত। ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপছে অস্ট্রেলিয়া।
পিটার হ্যান্ডসকম্ব অবশ্য ভালোই খেলছিলেন, কিন্তু দিনের সবচেয়ে বাজে শট খেলে দিয়ে আসেন উইকেট। বুমরার বলটা থার্ডম্যানে ঠেলতে গিয়ে ক্যাচ তুলে দেন উইকেটকিপারকে, ৩৪ রানের সম্ভাবনাময় ইনিংসের অপমৃত্যুও হলো। ১২০ রানে ৫ উইকেট নেই অস্ট্রেলিয়ার, ভারতের ২৫০ রান অনেক দূরের পথ তখনো।
সেই পথ আরও কঠিন হয়ে পড়ল অধিনায়কের বিদায়ে। টিম পেইন ইশান্তের দারুণ একটা বলে ক্যাচ তুলে দেন, ৫ রান করেই আউট হয়ে যান। এরপরেই যেন গা ঝাড়া দিয়ে ওঠেন ট্রাভিস হেড। রানের গতিটা বাড়াতে শুরু করেন, প্যাট কামিন্সকে নিয়ে সপ্তম উইকেটে যোগ করেন ঠিক ৫০ রান। এর মধ্যে কামিন্সের অবদান ১০, হেড পেয়ে গেছেন ঘরের মাঠে প্রথম ফিফটিও। বুমরার বলে কামিন্স এলবিডব্লু হওয়ার পর স্টার্ককে নিয়ে দিনের শেষটা পার করে দিয়েছেন হেড। অস্ট্রেলিয়া অবশ্য এখনো ৫৯ রানে পিছিয়ে, লিড নিতে হলে তাই কাল স্টার্ক-হ্যাজলউড-লায়নদের সঙ্গটা ভালোমতোই লাগবে হেডের।