• বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ২০১৫
  • " />

     

    জায়গা হলো না সাব্বির-শুভাগতের

    জায়গা হলো না সাব্বির-শুভাগতের    

    অস্ট্রেলিয়া সফর নির্ধারিত সময়ে হবে কি না, সেটা এখন অনিশ্চিত। তবে এর মধ্যেই ঘোষণা করা হলো বাংলাদেশের ১৪ সদস্যের দল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজের দলটাই অপরিবর্তিত রাখা হয়েছে, সেই অর্থে কোনো চমকও নেই। ভারতে এ দলের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়া শুভাগত হোমের জায়গা হয়নি এই দলে। ভারত এ দলের সঙ্গে দারুণ এক সেঞ্চুরি করা সাব্বির রহমানও থেকে গেছেন উপেক্ষিতই। দুঃস্বপ্নের ভারত সফর কাটানো সৌম্য ও মুমিনুল দলে জায়গা পেয়েছেন। আছেন জন্ডিস থেকে সেরে ওঠা বাঁহাতি স্পিনার তাইজুলও আছেন দলে।

     

     

     

     

    বাংলাদেশ দল

    মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক),সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, রুবেল হোসেন, জুবায়ের হোসেন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ শহীদ, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।