লায়ন যখন কোহলি-পূজারাদের 'ত্রাস'
স্পিনে ভারতীয় ব্যাটসম্যানদের স্বাচ্ছন্দ্যের কথা কারো অজানা নয়। তবে ম্যাচটা যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ও বোলারের নামটা নাথান লায়ন হলে বদলে যায় সব সমীকরণ। বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাসহ পাঁচজন ভারতীয় ব্যাটসম্যান নিজেদের টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি আউট হয়েছে লায়নের বলেই!
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে লায়ন নিয়েছেন ৬ উইকেট। তার বলে ফিরেছেন কোহলি, পূজারা, লোকেশ রাহুল, রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানেও। নিজেদের টেস্ট ক্যারিয়ারে তাদের পাঁচজনকে লায়নের চেয়ে বেশিবার আউট করতে পারেননি আর কোনো বোলারই।
টেস্টে পূজারাকে মোট আটবার আউট করেছেন লায়ন। রাহানে লায়নের বলে প্যাভিলিয়নে ফিরেছেন সাতবার। কোহলিকে লায়ন এখন পর্যন্ত আউট করেছেন ছয়বার, কাল দিনের খেলা শেষ হওয়ার চার ওভার আগে তাঁকে ষষ্ঠবারের মতো ফেরান লায়ন। রোহিত লায়নের বলে ফিরেছেন পাঁচবার, এই টেস্টে দুই ইনিংসেই তাঁকে আউট করেছেন লায়ন। রাহুল লায়নের বলে ফিরেছেন চারবার।
এই পাঁচ ভারতীয় ব্যাটসম্যান নিজেদের টেস্ট ক্যারিয়ারে এক বোলারের কাছে এতবার উইকেট খোয়াননি। আউট হওয়ার সংখ্যাটা যে এই সিরিজে আরও বাড়বে, সেই আভাস প্রথম টেস্টেই দিয়ে রাখেলন লায়ন। এই পাঁচজনও নিশ্চয়ই লায়নের মুখোমুখি হলে একটু বাড়তি সাবধানতার সাথেই ব্যাটিং করবেন।