• অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
  • " />

     

    পার্থে থাকছেন না অশ্বিন-রোহিত

    পার্থে থাকছেন না অশ্বিন-রোহিত    

     

    প্রথম টেস্ট জিতে বেশ ফুরফুরে মেজাজেই ছিল ভারত। পার্থে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে অবশ্য ভালো একটা ধাক্কা খেল বিরাট কোহলির দল। ইনজুরির কারণে পার্থ টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন।

    অ্যাডিলেডে ফিল্ডিং করতে গিয়ে পিঠে টান লেগেছিল রোহিতের। গত দুইদিনে সেই ব্যথাটা বেড়েছে কয়েকগুণ। এজন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। অন্যদিকে তলপেটের পেশিতে তীব্র ব্যথার জন্য ছিটকে গেছেন ভারতের বোলিং লাইনআপের অন্যতম ভরসা অশ্বিনও। প্রথম টেস্টে মত বল করেছেন ৮৬.৫ ওভার, যা এক টেস্টে তাঁর সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংসে ৫০ ওভারেরও বেশি বল করেছিলেন অশ্বিন। শেষ দিনে তো টানা ৩৪ ওভার বল করতে হয়েছিল তাঁকে!

    রোহিত ও অশ্বিন না থাকায় ১৩ জনের স্কোয়াডে আছেন হানুমা বিহারি, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব। পেসার বান্ধব পিচ হওয়ায় চার পেসার খেলাতে পারেন কোহলি। একাদশে থাকতে পারেন বিহারি ও ভুবনেশ্বর। ইনজুরির কারণে এই টেস্টেও নেই ওপেনার পৃথ্বী শ'। 

    এদিকে দ্বিতীয় ম্যাচের জন্য অপরিবর্তিত একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামীকাল পার্থের নতুন স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

    পার্থ টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড- বিরাট কোহলি, মুরালি বিজয়, লোকেশ রাহুল, অজিঙ্কা রাহানে,  হানুমা বিহারি, ঋশভ পান্ট, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব।

    অস্ট্রেলিয়া একাদশ- অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খাওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড, টিম পেইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হ্যাজলউড।