• অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
  • " />

     

    মাঠেই বিবাদে জড়িয়েছিলেন ইশান্ত-জাদেজা

    মাঠেই বিবাদে জড়িয়েছিলেন ইশান্ত-জাদেজা    

    টিম পেইন ও বিরাট কোহলি। ঋশাভ পান্ট ও (বেশ কজন) অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। টিম পেইন ও মুরালি বিজয়। মার্কাস হ্যারিস ও ঋশাভ পান্ট। পার্থ টেস্টে এদের মাঝে চলেছে কথার লড়াই, টেলিভিশন ব্রডকাস্টিংয়েও বাড়িয়ে রাখা হয়েছিল স্টাম্প মাইকের ভলিউম। দর্শকরা ‘উপভোগ’ করেছেন সেসব, অবশ্য দেখতে হয়েছে অন্য পিঠও। পার্থ উত্তপ্ত হয়ে উঠেছিল দুই সতীর্থের বাদানুবাদেও। ভারতীয় পেসার ইশান্ত শর্মার সঙ্গে লেগে গিয়েছিল দ্বাদশ ব্যক্তি রবীন্দ্র জাদেজার। 

    হেলমেটে আঘাত পাওয়া ন্যাথান লায়নের শুশ্রুষা চলার সময় বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন ইশান্ত ও জাদেজা। এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ভিডিও, তবে সেখানে অবশ্য শব্দ নেই। ইএসপিএনক্রিকইনফো বলছে, সে ভিডিওতে ইশান্ত ও জাদেজার কথা এসেছে তাদের হাতে, যেটার অনুবাদ বাংলায় (দুজন বলেছেন হিন্দিতে) করলে দাঁড়ায়- 

    ইশান্ত- “আমাকে ইশারা দিবে না, ঠিক আছে? কিছু যদি দরকার হয়….”
    ইশান্ত- “পেছন থেকে সে আমাকে দ্রুত যেতে (বল করতে) বলছিল।”
    জাদেজা- “ব্যাপারটা আমারও পছন্দ না। আমি দলের অংশ। তুমি এতো কথা বলছো কেন?” 
    ইশান্ত- “আমার দিকে ইশারা করবে না। আমাকে রাগ দেখাবে না। তোমার রাগ আমি পেছন দিক দিয়ে ঢুকিয়ে দেব।” 
    জাদেজা- “তোমারটা (রাগ) তোমার কাছেই রাখো।” 
    ইশান্ত- “তোমার রাগ পেছনে ঢুকিয়ে দিব।”
    জাদেজা- “এসব বা**ল আমাকে বলে লাভ নেই।”

     

     

    ইশান্ত ও জাদেজাকে পরে এসে দুইদিকে সরিয়ে নিয়ে গেছেন আরেক পেসার মোহাম্মদ শামি ও আরেক অতিরিক্ত ক্রিকেটার কুলদীপ যাদব। বিসিসিআইয়ের পক্ষ থেকে এক মুখপাত্র অবশ্য পরিস্কার করেছেন, এ দুজনের বাদানুবাদ কোনোভাবেই ‘লড়াই’ ছিল না, “ভারতীয় টিম ম্যানেজমেন্ট এটা পরিস্কার করে বলছে যে, ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা কোনোভাবেই লড়াইয়ে জড়ায়নি, যা ঘটেছে সেটা মাঠের উত্তেজনার ফল। ম্যানেজমেন্ট নিশ্চিত করছে, তাদের মাঝে সব ঠিক হয়ে গেছে।” 

    আর কোহলি অস্ট্রেলিয়ান অধিনায়ক পেইনকে ‘মানহানিকর’ ধরনের কিছু বলেননি বলেও নিশ্চিত করেছে বিসিসিআই। “আমি বিশ্বের সেরা ক্রিকেটার, তুমি ভারপ্রাপ্ত অধিনায়ক মাত্র”- পেইনকে এমন কিছুও কোহলি বলেছেন বলে রিপোর্ট এসেছিল অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমকে। সেসব রিপোর্টকে “ভিত্তিহীন” বলেছে ভারতের ক্রিকেট বোর্ড। 

    দ্বিতীয় টেস্টে পার্থে ভারতকে ১৪৬ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে অস্ট্রেলিয়া।