টি-টোয়েন্টিতে ফিরছেন ধোনি
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরছেন মাহেন্দ্র সিং ধোনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ফেব্রুয়ারিতে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও চলতি অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন ২০০৭ ওয়ার্ল্ড টি-টোয়েন্টিজয়ী ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজের স্কোয়াডেও আছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে আছেন আরেক উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিকও, তিনি এসেছেন ঋশাভ পান্টের জায়গায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তিনটিতে পান্ট খেলেছিলেন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে উইকেটকিপার হিসেবেই খেলছেন পান্ট, তবে এই সিরিজের পর দেশে ফিরে তিনি ভারত ‘এ’ দলে হয়ে ইংল্যান্ড লায়নসের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন।
এশিয়া কাপে চোট পাওয়া অলরাউন্ডার হারদিক পান্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন একাদশের বাইরে, সুযোগ পাননি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডেও। দলে ফিরেছেন তিনিও। টি-টোয়েন্টিতে ফিরেছেন অলরাউন্ডার কেদার যাদবও, এই দুজনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ও স্পিনার ওয়াশিংটন সুন্দর।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানোদে স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি (উইকেটকিপার), হারদিক পান্ডিয়া, কুলদিপ যাদব, যুঝভেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, মোহাম্মদ শামি
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋশাভ পান্ট, দীনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি (উইকেটকিপার), হারদিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কুলদিপ যাদব, যুঝভেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ।