বাদ পড়লেন ভারতের দুই ওপেনারই
শেষ আট ইনিংসে এই জুটি করেছিল মাত্র ৯৫ রান। তৃতীয় টেস্টে ভারতের দুই ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুলের একাদশে জায়গা পাওয়া নিয়ে তাই ছিল শঙ্কা। শেষ পর্যন্ত সত্যি হলো সেটাই। মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টে বাদ পড়েছেন দুইজনই। ভারতের হয়ে অভিষেক হতে যাচ্ছে মায়াঙ্ক আগারওয়ালের।
ভারতের দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মোট তিনজন। রাহুল, বিজয়ের পাশাপাশি মেলবোর্নে থাকবেন না পেসার উমেশ যাদবও। দলে ঢুকেছেন স্পিনার রবীন্দ্র জাদেজা ও রোহিত শর্মা। এই টেস্ট দিয়েই অভিষেক হবে ওপেনার আগারওয়ালের। তাঁর সাথে ওপেনিংয়ে নামতে পারেন রাহানে কিংবা রোহিত। দ্বিতীয় টেস্টের মতো এই টেস্টেও ইনজুরির কারণে খেলা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের। ফিট হয়ে স্কোয়াডে ফিরলেও একাদশে জায়গা হয়নি হার্দিক পান্ডিয়ার।
এদিকে আঙ্গুলে চোট পেলেও তৃতীয় টেস্টে খেলবেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়া দলে এসেছে একটি পরিবর্তন। পিটার হ্যান্ডসকম্বের জায়গায় একাদশে এসেছেন মিচেল মার্শ। প্রথম দুই টেস্টে হ্যান্ডসকম্ব করেছিলেন মাত্র ৬৮ রান। কিন্তু ‘উইনিং কম্বিনেশন’ ভাঙা কি ঠিক হলো অস্ট্রেলিয়ার? টিম পেইন অবশ্য এটা মানতে নারাজ, ‘আমরা গত অ্যাশেজেও এমন করেছিলান। দীর্ঘ সিরিজে এরকমটা হবেই। আশা করি হ্যান্ডসকম্ব ব্যাপারটা বুঝবে। মিচেল দলে এসে ভালো পারফর্ম করুক এটাই চাইছি। বল হাতেও সে অন্যদের সাহায্য করতে পারবে।’
আগামীকাল মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। সিরিজে এখন ১-১ এ সমতা।
অস্ট্রেলিয়া একাদশ- অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খাওয়াজা, শন মার্শ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, টিম পেইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হ্যাজলউড।
ভারত একাদশ- বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, হানুমা বিহারি, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, ঋশভ পান্ট, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, জাসপ্রীত বুমরাহ।