ইয়াসিরেই ভরসা সরফরাজের
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তাঁর স্পিন সামলাতেই হিমশিম খেয়েছিলেন কেন উইলিয়ামসরা। এই সিরিজে দ্রুততম সময়ে ২০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন পাকিস্তান স্পিনার ইয়াসির শাহ। দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁর দিকেই তাকিয়ে থাকবে দল। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ মনে করেন, পেসারবান্ধব পিচ হলেও ইয়াসিরই পাকিস্তানের মূল শক্তি।
দক্ষিণ আফ্রিকায় গিয়ে উপমহাদেশের দলগুলো কখনই খুব একটা সুবিধা করতে পারে না। সরফরাজ এটা মেনে নিলেও জানিয়েছেন, ইয়াসিরের বোলিংয়েই ভালো কিছুর প্রত্যাশা করছেন তাঁরা, ‘উপমহাদেশের মাটিতে অন্য দেশ এসে যেমন ভালো খেলতে পারে না, আমরাও উপমহাদেশের বাইরে গিয়ে কিছুটা বিপদে পড়ি। দক্ষিণ আফ্রিকার পিচ আরব আমিরাতের চেয়ে অনেকটাই আলাদা। এখানে পিচ পেসারবান্ধব হলেও আমাদের বিশ্বসেরা একজন স্পিনার আছে। সে ৩৩ ম্যাচেই ২০০ উইকেট নিয়েছে! দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরাও এই তিন বছরে ইয়াসিরকে খুব বেশি খেলেননি। তাই এটা আমাদের জন্য বাড়তি সুবিধা। ইয়াসিরের স্পিন তাঁরা সহজে সামলাতে পারবে না, এটাই আমাদের প্রত্যাশা’
প্রথম টেস্ট হবে সেঞ্চুরিয়ানে। ম্যাচের আগের দিনও পিচে রয়েছে অনেক ঘাস। সরফরাজ আশা করছেন, বাড়তি ঘাস কেটে ফেলা হবে, ‘পিচে তো অনেক বেশি ঘাস! আশা করি ম্যাচের আগে এরকম থাকবে না। তাঁরা বাড়তি ঘাস কেটে ফেলবে।’
এদিকে প্রথম টেস্টের আগে কিছুটা ধাক্কা খেয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ১৭ উইকেট পাওয়া পেসার মোহাম্মদ আব্বাস ইনজুরির কারণে কাল খেলতে পারবেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তাঁকে পায়নি পাকিস্তান। ইনজুরির কারণে সেঞ্চুরিয়ানে থাকছেন না শাদাব খানও। দলে ফিরেছেন ওপেনার ফাখার জামান।
কাল বক্সিং ডেতে সেঞ্চুরিয়ানে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।