৮২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ইয়াসির
অপেক্ষা ছিল সকালে মাত্র এক উইকেটের। নাইটওয়াচম্যান উইলিয়াম সভারভিলকে এলবিডব্লু করে ইতিহাস গড়ে ফেললেন ইয়াসির শাহ। সবচেয়ে কম টেস্টে ২০০ উইকেটের রেকর্ডটা ৮২ বছর ধরে ছিল অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেটের। ৩৩ টেস্টে সেই মাইলফলক ছুঁয়ে গ্রিমেটের চেয়ে তিন ম্যাচ কম খেলেই তা ভেঙে দিলেন ইয়াসির।
রেকর্ডটা ভাঙার কাছাকাছি গিয়েছিলেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু শেষ পর্যন্ত তা আর ভাঙতে পারেননি। ইয়াসির এমনকি দ্রুততম ১০০ উইকেটের রেকর্ডও ভেঙে দিতে পারতেন। কিন্তু নব্বইয়ে গিয়ে নার্ভাস হয়ে যাওয়ায় সেটি পারেননি। তবে ২০০ উইকেটের রেকর্ডটা মোটামুটি হেসেখেলেই ভেঙে দিলেন।
১৯৩৬ সালের ফেব্রুয়ারিতে ৩৬ টেস্টে ২০০ উইকেট হয়েছিল গ্রিমেটের। এরপর সেই মাইলফলকে অনেক বোলার ঢুকলেও গ্রিমেটের চেয়ে কম ম্যাচ খেলে আর কারও হয়নি। সব মিলে এই তালিকায় নবম লেগ স্পিনার হিসেবে ঢুকলেন ইয়াসির, গ্রিমেট নিজেও একজন লেগ স্পিনার। আর পাকিস্তানের হয়ে এই কীর্তি এর আগে ছিল ছয়জনের।