• অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
  • " />

     

    পূজারার সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার ক্যাচ মিসের আক্ষেপ

    পূজারার সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার ক্যাচ মিসের আক্ষেপ    

    স্কোর 

    দ্বিতীয় দিন শেষে

    ভারত ১৬৯.৪ ওভারে ৪৪৩/৭ (পূজারা ১০৬, কোহলি ৮২, রোহিত ৬৩*; কামিন্স ৩/৭২, স্টার্ক ২/৮৭)

    অস্ট্রেলিয়া ৬ ওভারে ৮/০ ( হ্যারিস ৫*, ফিঞ্চ ৩*) 

     

    নিজেকে একটু বেশিই দুর্ভাগা ভাবতে পারেন তিনি। পুরো দিনে অস্ট্রেলিয়ান ফিল্ডাররা মিস করেছেন তিনটি সহজ ক্যাচ, তিনটিই ছিল নাথান লায়নের বলে! চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির ব্যাটিংয়ে নাজেহাল অস্ট্রেলিয়ার মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে বাজে ফিল্ডিংও। পূজারার সেঞ্চুরির পাশাপাশি কোহলি-রোহিত শর্মার দৃঢ়তায় মেলবোর্নে প্রথম ইনিংসে বড় স্কোর দাঁর করিয়েছে ভারত।

    প্রথম দিনের মতো আজও পূজারা-কোহলি ব্যাট করেছেন ধীরলয়ে। লাঞ্চ পর্যন্ত এই দুজনকে আউট করতে পারেননি অস্ট্রেলিয়ান বোলাররা। মন্থর গতিতে রান ওঠায় প্রথম সেশনে এসেছে মাত্র ৬৮ রান। লাঞ্চের কিছুক্ষণ আগে ক্যারিয়ারের ১৭ তম সেঞ্চুরি পান পূজারা। লায়নের বলে চোখ ধাঁধানো এক কভার ড্রাইভে সেঞ্চুরি পূরণ করেন তিনি। ১০০ রানে পৌছাতে তাঁর লেগেছে ২৮০ বল! ক্যারিয়ারে এত শ্লথ গতিতে কখনোই সেঞ্চুরি করেননি তিনি। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন কোহলিও।

    লাঞ্চের পর কিছুটা আক্রমণাত্মক মুডে ব্যাটিং শুরু করেন কোহলি। আর কাল হয়েছে সেটাই। মিচেল স্টার্কের অফ স্ট্যাম্পের অনেক বাইরে করা বাউন্সারটা থার্ড ম্যান দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন তিনি। বাউন্ডারি লাইনের একটু সামনে দাঁড়ান অ্যারন ফিঞ্চের হাতে সোজা গিয়ে পড়ে সেই বল, ভাঙ্গে ১৭০ রানের জুটি। স্টার্ক নিজেও বিশ্বাস করতে পারছিলেন না, এমন বলেও কোহলির উইকেট পাওয়া যায়! হতাশা ছাপ ছিল কোহলির চোখেমুখেও। আউট হওয়ার আগে অবশ্য কোহলি ভেঙেছেন রাহুল দ্রাবিড়ের ১৬ বছরের পুরনো রেকর্ড। বিদেশের মাটিতে এক বছরে সবচেয়ে বেশি রান এখন কোহলির( ১১৩৮ রান)। দ্রাবিড় ২০০২ সালে করেছিলেন ১১৩৭ রান।

    কোহলি ফেরার তিন ওভার পরেই ফেরেন পূজারা। প্যাট কামিন্সের বল অনেক বেশি নিচু হয়ে আসে হুট করেই। কিছু বুঝে ওঠার আগেই পূজারা হন বোল্ড। খোদ কামিন্সও অবাক হয়েছেন এভাবে উইকেট পেয়ে। ফেরার আগে পূজারা করেছেন ১০৬ রান। এরপর অজিঙ্কা রাহানেকে সাথে নিয়ে রোহিত শর্মা যোগ করেন ৬২ রান। রাহানে ফিরেছেন লায়নের বলে এলবিডব্লিউ হয়ে। এই নিয়ে লায়নের বলে নয়বার আউট হলেন রাহানে।

    অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় আক্ষেপ হয়ে থাকবে রোহিত ও ঋশভ পান্টের তিনটি ক্যাচ মিসই। লায়নের এক ওভারেই দুইবার জীবন পেয়েছে রোহিত। সুইপ করতে গিয়ে ক্যাচ উঠিয়েছিলেন, স্কয়ার লেগে সহজ ক্যাচ ছেড়েছে পিটার সিডল। পরের বলেই শর্ট লেগে ক্যাচ ধরতে পারেননি মার্কাস হ্যারিস। কয়েক ওভার পর লায়নের বলেই পান্ট মারেন লং অনের দিকে। সেখানে সহজ ক্যাচ ছেড়েছেন কামিন্সও।

    পান্ট শেষ পর্যন্ত ফিরেছেন ৩৯ রান করে, স্টার্কের বলে গালিতে উসমান খাওয়াজার হাতে ক্যাচ দিয়ে ফিরেছে। পান্ট ফিরলেও শেষ পর্যন্ত ৬৩ রানে অপরাজিত ছিলেন রোহিত। দিনের খেলার ৭ ওভার বাকি থাকতে ইনিংস ঘোষণা করেন কোহলি। 

    অস্ট্রেলিয়ার দুই ওপেনার ফিঞ্চ ও হ্যারিস দেখেশুনেই কাটিয়ে দিয়েছেন শেষ ২৫ মিনিট।