• অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
  • " />

     

    বৃষ্টি বাধার পর ২৭ বলেই ম্যাচ ভারতের

    বৃষ্টি বাধার পর ২৭ বলেই ম্যাচ ভারতের    

    ভারত ৪৪৩/৭  ডিক্লে ও ১০৬/৮ ডিক্লে 

    অস্ট্রেলিয়া ১৫১ ও ২৬১ 

    ফলঃ ভারত ১৩৭ রানে জয়ী


    যে আকাশের দিকে তাকিয়ে ছিল অস্ট্রেলিয়া, সেটিও বাড়িয়ে দিয়েছিল সাহায্যের হাত। তাও শেষ রক্ষা হলো না মেলবোর্নে স্বাগতিকদের। বৃষ্টিতে প্রথম সেশন ভেসে যাওয়ার পর খেলা শেষ করতে মাত্র ২৭ বল সময় নিল ভারত। ১৩৭ রানের জয়ে সিরিজে এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।

    বৃষ্টির পূর্বাভাস ছিল আগের দিনই। সেই সম্ভাবনা সত্যি করে সকালে মেলবোর্নের আকাশে মেঘের ঘনঘটা। বৃষ্টিতে খেলাই শুরু হলো না। কোহলিদের কপালে তখন দুশ্চিন্তার বড় ভাজ। শেষ পর্যন্ত স্থানীয় সময় সোয়া বারটার দিকে কাভার সরল, এরপর মিনিট পাঁচেকের মধ্যে শুরু হয়ে গেল খেলা।

    প্রথম তিন ওভারে অবশ্য বিপদ হতে দেননি প্যাট কামিন্স ও নাথান লায়ন। আগের দিন টপ অর্ডারের ব্যাটসম্যানদের হিংসে করার মতো সব শট খেলেছিলেন, তবে আজ স্বাভাবিকভাবেই ছিলেন একটু বেশি সতর্ক। কিন্তু দিনের চতুর্থ ওভারে গিয়ে শেষ পর্যন্ত আর মনযোগ ধরে রাখতে পারলেন না কামিন্স। বুমরার বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়েছেন কামিন্স, প্রথম স্লিপে ক্যাচটা ধরতে ভুল করেননি পূজারা। ৬১ রানে শেষ হলো কামিন্সের টেস্ট। প্রথম ভারত পেসার হিসেবে অস্ট্রেলিয়ায় ম্যাচে ৯ উইকেট নিলেন বুমরা, ম্যাচসেরার পুরস্কারও তাঁর হাতেই।

    অস্ট্রেলিয়ার ম্যাচ কার্যত ওখানেই শেষ, পরের ওভারে সেই আনুষ্ঠানিকতাও চুকে গেল। ইশান্তের বল পুল করতে গিয়ে ক্যাচ দিলেন লায়ন। আগের দিনের সঙ্গে ৪ রান যোগ করেই তাই অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া।