নবজাতকের জন্য দেশে ফিরছেন রোহিত
মেলবোর্ন টেস্টে সুযোগ পেয়ে প্রথম ইনিংসে করেছিলেন অপরাজিত ৬৩। দ্বিতীয় ইনিংসে অবশ্য আউট হয়ে গেছেন ৫ রানেই। সিডনিতে হয়তো খেলতেন, তবে সেটা আর হচ্ছে না রোহিত শর্মার। নবজাতকের পাশে থাকার জন্য এর মধ্যেই ভারতে উড়ে গেছেন রোহিত, যোগ দেবেন ওয়ানডে সিরিজের আগে।
গত রোব বারে রোহিত আর তাঁর স্ত্রীর ঘর আলো করে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। কালই আবার শেষ হয়েছে মেলবোর্ন টেস্টে, রোহিত সঙ্গে সঙ্গেই ফিরে গেছেন দেশে। তবে ফিরতে ফিরতে আরও সপ্তাহখানেক লেগে যাবে, এর মধ্যে শুরু হয়ে যাবে সিডনি টেস্ট। ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি হবে টেস্ট, রোহিত যোগ দেবেন ৮ জানুয়ারি।
রোহিতের জায়গায় এখন পর্যন্ত কাউকে নতুন করে ডাকা হয়নি। তবে টিম ম্যানেজমেনের হাতে বিকল্প আছে বেশ কিছু। ছয় নম্বরে খেলেছিলেন রোহিত, আর আগের টেস্টে ওপেনিং করা হানুমা বিহারি তাঁর জায়গা নিতে পারেন। সেক্ষেত্রে ওপেনিংইয়ে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গী হবে লোকেশ রাহুল বা মুরালি বিজয়ের একজন। আবার চাইলে ছয়ে হার্দিক পান্ডিয়াকেও নামিয়ে দিতে পারে ভারত। সিডনির উইকেট স্পিনবান্ধব হলে আর চোট থেকে রবিচন্দ্রন অশ্বিন পুরোপুরি সেরে উঠলে তাঁকেও নামিয়ে দেওয়া হতে পারে রবীন্দ্র জাদেজার সঙ্গে। শেষ পর্যন্ত কোনটা হয় সেটাই এখন অপেক্ষার।