সিডনিতেও নেই অশ্বিন
অ্যাডিলেডে ভারতের জয়ের আনন্দের সাথে যোগ হয়েছিল তলপেটের ব্যথা। রবিচন্দ্রন অশ্বিন অ্যাবডমিনাল স্ট্রেইন ইনজুরির কারণেই খেলতে পারেননি পরের দুই টেস্টে। শেষ পর্যন্ত ওই ইনজুরিই সিরিজ শেষ করে দিল অশ্বিনের। আগামিকাল সিডনিতে হতে যাওয়া সিরিজের শেষ টেস্টেও থাকছেন না তিনি।
পার্থ ও মেলবোর্নে মাঠে নামতে না পারলেও সিডনি টেস্টে একাদশে জায়গা করে নেওয়ার চেষ্টায় ছিলেন অশ্বিন। টেস্ট শুরুর দুইদিন আগে অনুশীলনও করেছিলেন। কিন্তু ফিটনেস টেস্টে উতরাতে না পেরে আগামীকাল আর খেলা হচ্ছে না তাঁর। এর আগে ইংল্যান্ড সফরেও ইনজুরির কারণে পুরো সিরিজে খেলতে পারেননি তিনি।
শেষ টেস্টেও অশ্বিনকে না পেয়ে হতাশ বিরাট কোহলি, ‘এভাবে দুটি বিদেশ সফরে অশ্বিনের পুরো সিরিজ খেলতে না পারা হতাশাজনক। ফিজিও তাঁর সাথে কথা বলেছেন, আমার সাথেও কথা হয়েছে। সে দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু টেস্টে খেলতে হলে আপনাকে শতভাগ ফিট হতে হবে। অশ্বিন নিজেও টানা তিনটি টেস্ট মিস করে খুব বেশি হতাশ। আশা করি সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’
মেলবোর্নের মতো এবারও একাদশে থাকতে পারেন রবীন্দ্র জাদেজা। জাদেজা ও হানুমা বিহারী অশ্বিনের অভাবটা বুঝতে দেবেন না বলেই বিশ্বাস কোহলির, ‘বিহারী ও জাদেজা আগের টেস্টে ভালো বোলিং করেছে। যতবার বোলিংয়ে এসেছে বিহারী, ততবারই মনে হয়েছে সে উইকেট পাবে। টেস্টে সে আমাদের জন্য বড় শক্তি হতে পারে।’
আগামীকাল সিডনিতে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে ভারত।