• আইপিএল ২০১৯
  • " />

     

    আইপিএল নিয়ে দুশ্চিন্তায় ডু প্লেসি

    আইপিএল নিয়ে দুশ্চিন্তায় ডু প্লেসি    

    আইপিএল শেষ হওয়ার মাত্র একমাসের মাঝেই শুরু হবে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য বিশ্বকাপ সারথিদের প্রায় সবাই খেলবেন এই ফ্র্যাঞ্চাইজি লিগে। নিজে আইপিএল খেললেও এই টুর্নামেন্ট খুব একটা স্বস্তিতে থাকতে দিচ্ছে না অধিনায়ক ফাফ ডু প্লেসিকে। আইপিএলের পর ‘ক্লান্ত’ হয়ে যাওয়া বোলারদের নিয়েই দুশ্চিন্তায় আছেন ডু প্লেসি।

    সময়সূচী এখনো চূড়ান্ত না হলেও মার্চের শেষভাগে শুরু হতে পারে আইপিএল, চলবে এপ্রিল পর্যন্ত। আর মে মাসে ইংল্যান্ডে বসছে বিশ্বকাপের এবারের আসর। ব্যস্ত আন্তর্জাতিক সূচীর পর টানা একমাস আইপিএলে খেলবেন আফ্রিকার বোলাররা, ব্যাপারটা ভাবিয়ে তুলছে ডু প্লেসিকে, ‘বিশ্বকাপের আগে আইপিএল নিয়ে দুশ্চিন্তাটা সবচেয়ে বেশি। বিশ্বকাপের ঠিক আগে আপনার একজন বোলার ইনজুরিতে পড়বে, এটা কেউই চাইবে না। রাবাদা ও অন্য পেসারদের মাঝে ক্লান্তিও চলে আসতে পারে। এই ব্যাপারটা নিয়ে আমাদের কোচিং স্টাফ বিশ্বকাপের আগে আরো সতর্ক হবে।’

    গত বছরের শেষভাগে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানান হয়েছিল, বিশ্বকাপের আগে সীমিত সময়ের জন্য আইপিএলে খেলতে দেওয়া হবে জাতীয় দলের ক্রিকেটারদের। তাদের কারণেই কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছিল।  

    তবে বিশ্বকাপের এখনো পাঁচ মাস বাকি থাকায় সেটা নিয়ে অতিরিক্ত মাথা ঘামাতে চান না ডু প্লেসি, ‘অনেক কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছে, অনেক পরিকল্পনাও আছে। তবে বর্তমানে থাকাটাই সবার জন্য ভালো। যদি সবসময় বিশ্বকাপ নিয়েই ভাবা হয়, তাহলে এখন যেসব ম্যাচ হচ্ছে সেটা নিয়ে ভাবার সময় পাওয়া যাবে না। তাই সব ধরনের সিদ্ধান্ত আরও কয়েকদিন পরেই নেওয়া হবে।’

    আইপিএল নিয়ে ডু প্লেসির দুশ্চিন্তাটা শেষ পর্যন্ত সত্যি হয় কিনা, সেটা জানা যাবে এপ্রিলেই।