আবার দেয়াল হয়ে দাঁড়ালেন পূজারা
স্কোর
প্রথম দিন শেষে
ভারত ৯০ ওভারে ৩০৩/৪ ( পূজারা ১৩০*, আগারওয়াল ৭৭, বিহারী ৩৯*; হ্যাজলউড ২/৫১, স্টার্ক ১/৭৫)
অ্যাডিলেড ও মেলবোর্নে সেঞ্চুরি পেয়েছিলেন, সেই দুই টেস্টেই জিতেছিল ভারত। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সিডনি টেস্টে খেলতে নেমেছে ভারত, সিরিজের শেষ টেস্টেও হাসল চেতেশ্বর পূজারার ব্যাট। প্রথম দিনে তাঁর দারুণ এক সেঞ্চুরিতেই সিডনি টেস্টে বড় স্কোরের ভিত গড়েছে ভারত।
আগের টেস্টে বাদ পড়া লোকেশ রাহুল সুযোগ পেয়েছিলেন আজ। টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতকে অবশ্য আবার হতাশ করেছে এই ওপেনারের পারফরম্যান্স। মাত্র ৯ রানেই তাঁকে ফেরান জস হ্যাজলউড। দ্বিতীয় ওভারেই রাহুলের ব্যাটের কানায় লেগে বল যায় স্লিপে দাঁড়ান শন মার্শের হাতে। এই নিয়ে চতুর্থবারের মতো রাহুলের উইকেট নিলেন হ্যাজলউড। রাহুল ফিরলেও আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল হতাশ করেননি। লাঞ্চ পর্যন্ত ধীরগতির ব্যাটিং করেছেন পূজারা-আগারওয়াল দুজনেই। বিরতির আগে এই জুটি তোলে ৬৯ রান।
লাঞ্চের পর কিছুটা হাত খুলে খেলেছেন আগারওয়াল। গত ম্যাচের মতো এবারও হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। পূজারাকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেটে যোগ করেছেন ১১৬ রান। নাথান লায়ন বোলিংয়ে এলে তাঁর ওপর চড়াও হন, দুটি ছয়ও মেরেছেন। কিন্তু এই আক্রমণাত্মক ব্যাটিংটাই কাল হয়েছে আগারওয়ালের। আগের টেস্টের মতো এবারও সেঞ্চুরি হাতছাড়া হয়েছে তাঁর। ক্রিজ ছেড়ে লায়নকে মারতে গিয়ে লং অনে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়েছেন। আউট হওয়ার সময় আগারওয়ালের রান ছিল ৭৭।
আগারওয়াল সেঞ্চুরি মিস করলেও পূজারা ঠিকই ছুঁয়েছেন তিন অংক। বরাবরের মতোই ধৈর্যের পরিচয় দিয়ে পেয়েছেন ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। এই সিরিজে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে এক সিরিজে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু বিরাট কোহলিরই(৪টি)। সেঞ্চুরির পথে পূজারা প্রথম দিনে খেলেছেন ২৫০ বল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ১০০০ বল খেলা পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হলেন পূজারা। সিরিজে এখন পর্যন্ত পূজারার রান ৪৫৮, এক সিরিজে এটাই তাঁর সর্বোচ্চ রান।
আজ পূজারাকে ভালো সঙ্গ দিতে পারেননি কোহলি-রাহানের কেউই। হ্যাজলউডের বলে টিম পেইনের হাতে ক্যাচ দিয়ে কোহলি ফিরেছেন ২৩ রানে, ১৮ রান করা রাহানেকে ফিরিয়েছেন স্টার্ক। ২২৮ রানে চতুর্থ উইকেট পড়ার পর পূজারার সাথে জুটি গড়েছেন হানুমা বিহারী। আগের ম্যাচে ওপেনিংয়ে নেমে খুব বেশি কিছু করতে না পারা বিহারী আজ দৃঢ়তার সাথেই ব্যাট করেছেন। দিনের বাকি সময়ে পূজারা-বিহারী আর বিপদ হতে দেননি। ১৩০ রানে অপরাজিত আছেন পূজারা, বিহারীর রান ৩৯।
এই সিরিজে দুইবার সেঞ্চুরি পেয়েছেন পূজারা, দুইবারই জিতেছে ভারত। শেষ টেস্টেও কি সেটার পুনরাবৃত্তি ঘটবে?