• লা লিগা
  • " />

     

    রেহাই পেলেন মেসি

    রেহাই পেলেন মেসি    

    কর ফাঁকি সংক্তান্ত মামলাটা অনেক দিন ধরেই লিওনেল মেসির গলার কাঁটা হয়ে ছিল। অবশেষে সেটি থেকে মুক্তি পেতে যাচ্ছেন বার্সেলোনা ফরোয়ার্ড। কাল স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মেসির বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়েছে তারা। তবে মেসির বাবা হোর্হে মেসির বিরুদ্ধে এখনও অভিযোগ আছে।

     

    ২০১৩ সালে প্রথম মেসির বিরুদ্ধে এই অভিযোগ আসে। বলা হয়, ৫৩ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ৪২ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন মেসি। কাতালুনিয়ার কর অপরাধ বিভাগের তথ্য, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত আয়কর রিটার্নে ভুল তথ্য দিয়েছেন মেসিরা। এর পর মেসি বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, এসব ব্যাপারের কিছুই তিনি জানেন না।

     

    ঐ ঘটনার জেরে পরে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে মেসিকে। অভিযোগ ছিল, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ইমেজ-স্বত্ব থেকে পাওয়া টাকার কোনো হিসেব দেখাননি। কিন্তু তাঁর আইজীবীরা দাবি করেছেন, বার্সেলোনা ফরয়ার্ড এসব ব্যাপারে কিছুই জানতেন না। শেষ পর্যন্ত অভিযোগ থেকে অব্যাহতিই পেলেন মেসি।

     

    কিন্তু হোর্হে মেসি এখনও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। অভিযোগ প্রমাণিত হলে ১৮ মাস কারাদন্ডের পাশাপাশি ২০ লাখ ইউরোও জরিমানা দিতে হতে পারে মেসি সিনিয়রকে।