• অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
  • " />

     

    পূজারা-পান্টের পর জাদেজায় পিষ্ট অস্ট্রেলিয়া

    পূজারা-পান্টের পর জাদেজায় পিষ্ট অস্ট্রেলিয়া    

    চতুর্থ টেস্ট, সিডনি
    ভারত ১ম ইনিংস ৬২২/৭ ডিক্লে. (পূজারা ১৯৩, পান্ট ১৫৯*, জাদেজা ৮১, লায়ন ৪/১৭৮) 
    অস্ট্রেলিয়া ১ম ইনিংস ২৪/০* 
    অস্ট্রেলিয়া ১০ উইকেট নিয়ে ৫৯৮ রানে পিছিয়ে 


    ‘নিউ ইয়ার’ টেস্টে এখনও বাকি তিনদিন। তার আগে তিন ভারতীয় ব্যাটসম্যানে পিষ্ট হয়েছে অস্ট্রেলিয়া। চেতেশ্বর পূজারার ১৯৩, ঋশাভ পান্টের অপরাজিত ১৫৯ ও রবীন্দ্র জাদেজার ৮১ রানের ইনিংসে প্রথম ইনিংসে ৬২২ রানের পাহাড়ে চড়ে ইনিংস ঘোষণা করেছে ভারত। সেটা করতে তারা একটু দেরি করে ফেলেছে কিনা, সে প্রশ্ন উঠতে পারে, তবে ২-১ এ এগিয়ে থাকা ভারতের এই টেস্ট ড্র করলেই চলবে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জিততে। অস্ট্রেলিয়ার ১০ উইকেট বাকি এখনও, তবে তাদের সামনে এখনও দীর্ঘ পথ। দল নির্বাচন থেকে শুরু করে মাঠের ট্যাকটিকস নিয়ে জোর সমালোচনার মাঝে অজিরা তাদের কোন ‘ক্যারাক্টার’ দেখাবে- প্রশ্ন সেটাই। 

    আগেরদিনের স্কোরের সঙ্গে পূজারা এদিন যোগ করেছেন আরও ৬৩ রান, লাঞ্চের আগেই করেছেন ৫১। প্রথম সেশনে ভারত শুধু হারিয়েছে হনুমা বিহারির উইকেট, ন্যাথান লায়নকে সুইপ করতে গিয়ে শর্ট লেগে ধরা পড়েছেন তিনি ৪২ রান করে। আম্পায়ার ইয়ান গৌল্ডের সিদ্ধান্তটা সঙ্গে সঙ্গেই রিভিউ করেছিলেন বিহারি, তবে তার হাতে লাগার আগে বল ব্যাট ছুঁয়ে গেছে বলে নিশ্চিত করেছে স্নিকো। অস্ট্রেলিয়ার দুর্দশা অবশ্য সে উইকেটের পর বেড়েছে আরও, ক্রিজে যে এরপর এসেছেন পান্ট! 

    দ্রুত কিছু রান, এদিক-ওদিক খেলা শটের ক্যামিও হলেও পান্টকে হয়তো দুষতেন না কেউ। পরিস্থিতি দাবি করছিল তেমন কিছুই। এই বাঁহাতি উইকেটকিপার ব্যাটসম্যান অবশ্য করলেন তার চেয়ে আরও বেশি কিছু। প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে করলেন সেঞ্চুরি, যেটা তিনি ছুঁয়েছেন ১৩৭ বলে। ৮৫ বলে ফিফটি ছোঁয়ার পর পরের ৫০ করতে তিনি খেলেছেন মাত্র ৫২ বল। আর তৃতীয় ফিফটিতে তিনি গেছেন ৪৮ বলে। শেষ পর্যন্ত মেরেছেন ১৫টি চার, সঙ্গে ১টি ছয়।

    এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ডাবল সেঞ্চুরিটা পূজারা মিস করেছেন মাত্র ৭ রানের জন্য, লায়নকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে ফিরতি ক্যাচ দিয়ে। তার আগেই অবশ্য অথৈ পাথারে পড়ে যাওয়ার দিকে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। 

    পান্টের সঙ্গে এরপর যোগ দিয়েছেন জাদেজা। দুজন মিলে ৭ম উইকেটে যোগ করেছেন মাত্র ২২৪ বলে ২০৪ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ উইকেটে ভারতের এটিই সর্বোচ্চ জুটি, ২০১৭ সালে ঋদ্ধিমান সাহার সঙ্গে পূজারার ১৯৯ রানের রেকর্ড ভেঙেছে যেটা। লায়নের বলে বোল্ড হওয়ার আগে জাদেজা করেছেন ১১৪ বলে ৮১, ৭টি চারের সঙ্গে তিনি মেরেছেন ১টি ছয়। তার উইকেটের পরই ইনিংস ঘোষণা করেছেন বিরাট কোহলি। 

    লায়ন করেছেন ৫৭.২ ওভার, ৪ উইকেট নিতে খরচ করেছেন ১৭৮ রান। ২৮ ওভারে ১০১ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন প্যাট কামিন্স, ‘সেঞ্চুরি’ পূর্ণ করেছেন অন্য দুই পেসার মিচ স্টার্ক ও জশ হ্যাজলউডও। ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার বোলিং করতে এসেছিলেন উসমান খাওয়াজা, অস্ট্রেলিয়ার দুর্দশার চিত্র ফুটিয়ে তোলে যেটাও। 

    মার্কাস হ্যারিস ও খাওয়াজা এরপর দিনের শেষ ১০ ওভার পার করেছেন নিরাপদেই। তবে এই টেস্টে কি নিরাপদ অস্ট্রেলিয়া? সেটা হলেও কিন্তু হবে না, সিরিজে যে এরই মাঝে দারুণ হুমকির মাঝে তাদের ফেলে দিয়েছে ভারত!