• অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
  • " />

     

    ৮ বছর পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে 'সিডল-চমক'

    ৮ বছর পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে 'সিডল-চমক'    

    আট বছর পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরছেন পেসার পিটার সিডল। ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া দলে ন্যাথান লায়ন, উসমান খাওয়াজার সঙ্গে আছেন তিনিও। বিশ্বকাপের ছয় মাস আগে অস্ট্রেলিয়ার এই দল এসেছে চমক হয়েই। আগের সিরিজ থেকে বাদ পড়েছেন ট্রাভিস হেড, ক্রিস লিন, ডারসি শর্ট, বেন ম্যাকডারমট, অ্যাশটন অ্যাগাররা। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সদের দেওয়া হয়েছে বিশ্রাম। 

    সবচেয়ে বড় চমকটা অবশ্যই সিডলকে নিয়ে। ২০১০ সালে ১৭ ওয়ানডের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন এই পেসার, সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে। ১২ জানুয়ারি একই ভেন্যুতে সিরিজের প্রথম ওয়ানডেতে নামলে দুই ম্যাচের মাঝে সিডলের বিরতি হবে ৮ বছর ৬৭ দিনের। তিনি তখন ভাঙবেন টিম জোয়েরেরের ৬ বছর ২৮২ দিনের অস্ট্রেলিয়ান রেকর্ড। সব মিলিয়ে রেকর্ডটি নিউজিল্যান্ডের জেফ উইলসনের। প্রায় ১২ বছর বিরতি দিয়ে ওয়ানডে খেলেছিলেন তিনি, মাঝে নিউজিল্যান্ডের হয়ে বেশ সফল রাগবি ক্যারিয়ার কাটিয়ে এসেছিলেন। 

    সিডলের মতো ওয়ানডেতে প্রায় বিস্মৃত খাওয়াজাও। ২০১৭ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান, এরপর বিবেচনা করা হয়নি তাকে আর। আর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ২ ম্যাচ খেলার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটির সিরিজে ছিলেন না লায়ন। 

    অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড 
    অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জ্যাসন বেহেনড্রফ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাওয়াজা, ন্যাথান লায়ন, মিচ মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, পিটার সিডল, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জ্যাম্পা