• দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ
  • " />

     

    টেস্টে ব্যাটসম্যানরা যেন সহজে রান না পায়: রাবাদা

    টেস্টে ব্যাটসম্যানরা যেন সহজে রান না পায়: রাবাদা    

    কেপটাউনের পিচ নিয়ে পাকিস্তান কোচ মিকি আর্থারের অভিযোগের শেষ ছিল না। ‘দক্ষিণ আফ্রিকার পিচ টেস্ট খেলার উপযুক্ত না’, আর্থার অভিযোগ করেছিলেন এমনটাই। তাঁর এমন কথার জবাবে আফ্রিকান পেসার কাগিসো রাবাদা বলছেন, সহজে রান তুলতে পারবেন ব্যাটসম্যানরা, টেস্টের পিচ এমন হওয়ার উচিত নয়।

    পাকিস্তানের ব্যাটসম্যানরা তো রাবাদা-স্টেইনদের সামনে দাঁড়াতেই পারেননি দুই টেস্টে। ব্যাটিংয়ে নেমে আফ্রিকান ব্যাটসম্যানরাও বেশ কয়েকবার আঘাত পেয়েছেন শরীরে। হুটহাট লাফিয়ে ওঠা বল ফাফ ডু প্লেসির গ্লোভসে লাগায় ফিজিওকেও মাঠে নামতে হয়েছে। আর্থার দাবি করেছিলেন, দ্বিতীয় দিনেই পিচের যে আচরণ, সেটা একদমই কাম্য নয়। ব্যাটসম্যানদের জন্য এরকম পিচ হওয়া উচিত নয় বলেও জানিয়েছিলেন তিনি।

    রাবাদা অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, আফ্রিকান ব্যাটসম্যানরা কিন্তু ভালোভাবে রান তুলেছে এই পিচেই, ‘পিচের আচরণ নিয়ে অনেক কথা হয়েছে, সেটা অনেকাংশে সত্যি। কিন্তু ব্যাটসম্যানরাও কিন্তু অনেক রান পেয়েছে। ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা প্রমাণ করেছেন যে যেকোনো পিচেই রান করা যায়। ডু প্লেসি সেঞ্চুরি করেছে, মার্করাম, বাভুমা হাফ সেঞ্চুরি করেছে। সেঞ্চুরিয়ানে তো ইমাম-উল-হক ও শান মাসুদও রান পেয়েছিলেন।’

    টেস্টে ‘বোলার-বান্ধব’ পিচই চান রাবাদা, ‘টেস্টে খুব সহজে রান তুলতে পারবে ব্যাটসম্যানরা, এটা হওয়া উচিত নয়। দুই টেস্টে পিচ খারাপ ছিল না। ব্যাটসম্যানদের রানের জন্য লড়তে হয়েছে, এটাই হওয়া উচিত।’

    ব্যাটসম্যানরা মনে হয় রাবাদার সাথে একমত হবেন না!