• অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
  • " />

     

    বাদ পড়ে ক্ষুব্ধ 'সুস্থ' কোল্টার নাইল

    বাদ পড়ে ক্ষুব্ধ 'সুস্থ' কোল্টার নাইল    

    পিঠের ইনজুরির কারণে সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে খেলানোর ঝুঁকি নিতে চায় না বোর্ড। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে অলরাউন্ডার নাথান কোল্টার নাইলকে বাদ দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছিল এমনটাই। তবে দল থেকে বাদ পড়ার পরেই এক স্ক্যান রিপোর্টে দেখা গেছে, কোল্টার নাইল পুরোপুরি সুস্থই আছেন! দল থেকে বাদ পড়ে ক্ষুব্ধ নাইল বলছেন, তাঁর সাথে ঠিকভাবে যোগাযোগ না করেই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

    বেশ কয়েক সপ্তাহ ধরেই পিঠের ব্যথাটা ভোগাচ্ছিল কোল্টার নাইলকে। ছোটখাটো একটা পরীক্ষাও করিয়েছিলেন। কথা ছিল, সেই পরীক্ষার পরেই জানতে পারবেন পরবর্তীতে কোনো ব্যবস্থা নিতে হবে কিনা। কিন্তু সেই পরীক্ষার রিপোর্ট আসার একদিন আগেই অস্ট্রেলিয়ার ওয়ানডে দল ঘোষণা করা হয়। ভারতের বিপক্ষে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক ট্রেভর হনস বলেছিলেন, পিঠের ইনজুরি থাকায় ওয়ানডেতে কোল্টার নাইলকে খেলানোর ঝুঁকি নিতে চান না তারা। তবে রিপোর্টে কিছুই ধরা পড়েনি, পরের দিনই বিগ ব্যাশে পার্থের হয়ে তিন উইকেট নেন তিনি।

    নির্বাচকদের ওই সিদ্ধান্তে যারপরনাই হতাশ কোল্টার নাইল, ‘দল থেকে বাদ পড়ার খবরটা ভালোভাবে নেইনি। তারা তো আমার সাথে ঠিকভাবে যোগাযোগই করেননি! আগে থেকে আবার পিঠে ব্যথা থাকলেও তখনো তো আমার স্ক্যান রিপোর্ট আসেনি। পরে স্ক্যান রিপোর্টও ভালো এসেছে। স্ক্যানের আগেই তারা আমাকে দল থেকে বাদ দিয়ে দিয়েছেন।’

    আগামী বিশ্বকাপে দলে সুযোগ পাওয়া নিয়েও চিন্তায় আছেন কোল্টার নাইল, ‘যা হয়েছে, সেটায় তো আমার আর কিছু করার নেই। বাদ পড়ার কোনো কারণই খুঁজে পাইনি। কোচ জাস্টিন ল্যাঙ্গার যখন আমাকে জিজ্ঞাসা করেছিল, তখন বলেছিলাম পিঠে ব্যথা আছে, স্ক্যান করাবো। কিন্তু সেটার আগেই তারা দল ঘোষণা করলো। কবে দলে ফিরব সেটাও জানি না।’

    শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকেও বাদ পড়েন কিনা কোল্টার নাই, সেটার দেখার বিষয়।