• অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
  • " />

     

    ইতিহাস গড়ে সিরিজ জিতল ভারত

    ইতিহাস গড়ে সিরিজ জিতল ভারত    

    স্কোর

    পঞ্চম দিন শেষে

    অস্ট্রেলিয়া ১ম ইনিংসে ১০৪.৫ ওভারে ৩০০ ( হ্যারিস ৭৯, ল্যাবুশেন ৩৮, হ্যান্ডসকম্ব ৩৭; যাদব ৫/৯৯, শামি ২/৫৮)

    অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৪ ওভারে ৬/০ ( খাওয়াজা ৪*, হ্যারিস ২*)

    ভারত ১ম ইনিংসে ৬২২/৭ ডিক্লে

    ম্যাচ ড্র

    সিরিজ জয় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথম ইনিংসে ভারতের বিশাল স্কোরের পর। বোলিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে ফলো-অনে ফেলে ইতিহাস গড়ার পথেই এগোচ্ছিল ভারত। সিডনি টেস্টের পঞ্চম দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। ৭১ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল বিরাট কোহলির দল। 

    গত দুইদিন ধরেই বৃষ্টি কারণে দিনের খেলা পুরোপুরি হতে পারেনি। পঞ্চম দিনে একটি বলও গড়ায়নি মাঠে। ফলে ড্র হয়েছে সিডনি টেস্ট। অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্ট জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল ভারত। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে তাই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতলেন কোহলি। এশিয়ার প্রথম দল হিসেবেও অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ জিতলেন তাঁরা।