• অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
  • " />

     

    'ভালোভাবে পানি টানেননি' বলেই বাদ অ্যাগার!

    'ভালোভাবে পানি টানেননি' বলেই বাদ অ্যাগার!    

     

    দুদিন আগেই অলরাউন্ডার নাথান কোল্টার নাইল অভিযোগ করেছিলেন, সুস্থ থাকলেও তাঁকে দলে নেননি অস্ট্রেলিয়ান নির্বাচকরা। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়ে নির্বাচকদের নিয়ে হতাশার কথা জানালেন আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাস্টন অ্যাগার। নির্বাচকদের খোঁচা মেরে এই স্পিনার বলছেন, আগের সিরিজগুলোতে ভালোভাবে ‘পানি না টানাতেই’ হয়ত বাদ দেওয়া হয়েছে তাঁকে!

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্কোয়াডে ছিলেন তিনি। তবে স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেও একাদশে জায়গা হয়নি অ্যাগারের। সেই হতাশার পর ভারতের বিপক্ষে খেলার আশা করছিলেন। এবার খারাপ ফর্মের অজুহাতে তাঁকে স্কোয়াডেই রাখা হয়নি।

    অ্যাগারের অভিযোগ, মাঠে না নামালে নিজেকে মেলে ধরবেন কীভাবে, ‘আমার মনে হয় আগের সিরিজে আমি ভালোভাবে পানি টানিনি! এটা ছাড়া তো মাঠে আর কিছু করার সুযোগ ছিল না। এখন তো শুধু লায়ন আর জাম্পার দিকেই সবার মনোযোগ। আমাকে শুধু বলা হচ্ছে আরও ভালো বোলিং করার জন্য। সত্যি বলতে এটা খুবই হতাশার ব্যাপার।’

    তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ও নির্বাচক স্টিভ ওয়াহ মনে করেন, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলেই জাতীয় দলে সুযোগ পাওয়া যায়, ‘যারা দল থেকে বাদ পড়ছে, তাঁরা এখন ক্রিকেট থেকে মনোযোগ সরিয়ে অন্য ব্যাপার নিয়ে কথা বলছে বেশি। যদি ঘরোয়া ক্রিকেটে কেউ রান করে ও উইকেট পায়, তাহলেই সে জাতীয় দলে খেলবে। দল থেকে বাদ পড়া নিয়ে বেশি না ভেবে নিজেদের খেলায় মনযোগী হওয়া উচিত।’