• অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
  • " />

     

    'স্মিথ-ওয়ার্নার ফিরলেও অ্যাশেজ জিতবে না অস্ট্রেলিয়া'

    'স্মিথ-ওয়ার্নার ফিরলেও অ্যাশেজ জিতবে না অস্ট্রেলিয়া'    

    গত বছরের মার্চ থেকে নিষেধাজ্ঞার কারণে দলে নেই স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দলের দুই সেরা ব্যাটসম্যানের অভাবটা এই সময়ে বেশ ভালোভাবেই বুঝেছে অস্ট্রেলিয়া। কাল ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের মাটিতে ভারতের কাছে টেস্ট সিরিজ হারতে হয়েছে টিম পেইনের দলকে। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন অবশ্য বলছেন, স্মিথ-ওয়ার্নার ফিরলেও এই বছরের অ্যাশেজ জিততে পারবে না অস্ট্রেলিয়া।

    বল টেম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী মার্চেই ফিরতে পারেন স্মিথ-ওয়ার্নার। তবে নিজেদের খেলার ধরন না বদলালে এই দুজন ফিরেও কিছু করতে পারবেন না, সতর্ক করলেন ভন, ‘অস্ট্রেলিয়া যদি এভাবেই খেলতে থাকে, তাহলে তারা এই অ্যাশেজে ইংল্যান্ডকে হারাতে পারবে না। ব্যাটিংয়ের কৌশল বদলাতে হবে, বল হাতেও ধারাবাহিক হতে হবে। তাদের সব বিভাগেই উন্নতি করতে হবে। তারা ভাবছে, স্মিথ-ওয়ার্নার ফিরলেই সব বদলে যাবে! আসলে এমনটা ভাবা বড় ভুল হবে।’

    স্মিথ-ওয়ার্নারের নিষেধাজ্ঞার সময় ১৪ ইনিংসের মাত্র তিনটিতে ৩০০ রান পেরিয়েছে অস্ট্রেলিয়া। ভন মনে করেন, ম্যাচ জেতার জন্য আরও বেশি রান করতে হবে দলের ব্যাটসম্যানদের, ‘ব্যাটিং বান্ধব পিচে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা রান তুলতে পারছে না। কঠিন উইকেটে তো সেটা হচ্ছেই না। লম্বা ইনিংস খেলার জন্য ব্যাটসম্যানদের নিজেদের দক্ষতার পরীক্ষা দিতে হয়। এখন ব্যাটিং বান্ধব উইকেট বেশি হয়, সেখানে যদি তারা বেশি রান তুলতে না পারে, তাহলে ম্যাচ জেতা সম্ভব হবে না।’

    বোলারদের নিয়ে বরাবরের মতো ভারতের বিপক্ষে সিরিজেও বাড়তি আত্মবিশ্বাস ছিল পেইনের। তবে হতাশ করেছে তারাও। ভন বলছেন, যতটা ভাবা হয়, অজিদের বোলিং অতটাও শক্তিশালী না, ‘তারা যা ভাবে, অজিদের বোলিং লাইনআপ ততোটা শক্তিশালী না। ইংল্যান্ডকে হারাতে হলে আরও বুদ্ধিমত্তার সাথে বল করতে হবে। লাইন, লেন্থ ঠিক না থাকলে ইংল্যান্ডের মতো পিচেও ভালো করা সম্ভব না। হয়ত একটা টেস্টে ভালো হতে পারে, কিন্তু পুরো সিরিজে নয়। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বোলিং দেখে মনে হচ্ছে না তারা ইংল্যান্ডে ভালো কিছু করতে পারে।’

    ভনের কথা সত্যি হয় কিনা, সেটার জন্য অপেক্ষা করতে হবে স্মিথ-ওয়ার্নারের ফেরা পর্যন্ত।