• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
  • " />

     

    যে কারণে তাসকিন-নাঈম এলেন, বাদ পড়লেন ইমরুল

    যে কারণে তাসকিন-নাঈম এলেন, বাদ পড়লেন ইমরুল    

    সাব্বির রহমানের ফেরা নিয়ে এত তোলপাড় হলো, তাসকিন আহমেদের ওয়ানডে আর টেস্ট দলে ফেরা তাতে আড়াল হয়ে গেল অনেকটাই। প্রায় বছর দেড়েক পর জাতীয় দলে আবার সুযোগ পেলেন, বলা যায় এই বিপিএলের দারুণ পারফরম্যান্স আবার তাসকিনের জন্য খুলে দিয়েছে জাতীয় দলের দরজা। কিন্তু বিপিএলে দেশীয়দের মধ্যে শফিউল ইসলাম, খালেদ আহমেদরাও ভালো করেছেন। তাসকিনকে নেওয়া হলো? সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন, গতির জন্যই তাসকিন জায়গা পেয়েছেন দলে।

     

     

    আজ সিলেট-খুলনার ম্যাচের আগ পর্যন্ত বিপিএলে তাসকিনের উইকেট ১৪, তাঁর চেয়ে বেশি উইকেট ছিল শুধু সাকিব আল হাসানের। টি-টোয়েন্টিতে ভালো করলেও টিম ম্যানেজমেন্ট তাসকিনকে এখন টেস্টের জন্যও ভাবছে বলে নিশ্চিত করলেন প্রধান নির্বাচক, ‘তাসকিন অনেক দিন ঘরে ইনজুরিতে ছিল। সে আমাদের রিহ্যাবের বিসিবির প্রোগ্রামেই ছিল। ওকে আমরা যথেষ্ট নার্সিং করেছি। তারপর ইনজুরি কাটিয়ে বিপিএলে ভালো করেছে। আমাদের একটা প্ল্যান আছ, প্রথমে চিন্তা করেছিলাম লঙ্গার ভার্সনের জন্য। যেহেতু এখন খেলে যাচ্ছে। সামনে ওয়ানডে সিরিজ আছে। আমরা ওয়ানডে সিরিজের জন্য দেখেছি। আমরা সামনে দেখব কেমন করে, তারপর চিন্তা করব।’

    কিন্তু শফিউলও তো বিপিএলে ভালো করেছেন, তাসকিনের চেয়ে মাত্র ১ উইকেট কম তাঁর। মিনহাজুল ব্যাখ্যা দিলেন, ‘চারটা কিন্তু পেস বোলার খেলে গেছে আগের সিরিজে।  তাসকিনকে নেওয়া হয়েছে তাঁর গতির কারণে। শফিউলকে কিন্তু আমরা সুযোগ দিয়েছি, চোটের জন্য ও খেলতে পারেনি। শফিউলকে যে আমরা বাইরে রেখেছি সেটা বলতে পারি না। এটা বলতে পারি যে ফাস্ট বোলিংয়ের পুলেই সে আছে। আর তাসকিন যেহেতু চোট থেকে ফিরে এসেছে, আর ওর গতির জন্য নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে ও বেশি কার্যকরী হতে পারে বলে আমাদের।’

    ইমরুল কেন বাদ, সেই প্রশ্নও উঠল। ওয়েস্ট ইন্ডিজে প্রথম দুই ম্যাচে খারাপ করে একাদশ থেকে বাদ পড়লেন, এখন স্কোয়াডেই নেই। মিনহাজুল বললেন, ‘প্রেজেন্ট ফর্ম ও কন্ডিশন চিন্তা করে ওকে বাদ দেয়া হয়েছে। আমাদের বিশ্বকাপের জন্য ৩২ জনের যেই পুল আছে তাদের মধ্যেই আছে। তিন ওয়ানডের জন্য যারা যাচ্ছে তাদেরকেও দেখতে হবে, যারা এখানে থাকবে তাদেরকেও প্রিপেয়ার করা হবে। কাউকে আড়াল করা হচ্ছে না। সামনে আয়ারল্যান্ড আছে। সাথে সাথে বিশ্বকাপ, সুতরাং প্রতিটা খেলোয়াড়কেই দেখভাল করা হবে।’ 

    নাঈম হাসানের টেস্টে থাকাটা এমন কোনো চমক নয়। তবে ওয়ানডে দলে থাকাটা বড় ব্যাপারই। মিনহাজুলের ব্যাখ্যা, ‘নাঈম হাসানকে নেওয়া হয়েছে অফ স্পিনার একটা দরকার, নিউজিল্যান্ডে বাঁহাতি ব্যাটসম্যান অনেক। ব্যাক আপ হিসেবে তাই ওকে মাথায় রাখা উচিত। নিউজিল্যান্ডে এর আগে বাজে সফর কাটিয়েছি। নাঈম টেস্ট ম্যাচে ভালো করেছে, ওয়ানডেতেও ভালো করবে।’

    বিপিএলে সৌম্য সরকারের যে ফর্ম, তাতে তাঁর জায়গা পাওয়া নিয়েও উঠল প্রশ্ন। প্রধান নির্বাচকও স্বীকার করলেন, সৌম্যের ফর্ম তাদেরও ভাবাচ্ছে,  ‘সৌম্যের ফর্ম আমাদের জন্যও চিন্তার কারণ, এটা স্বীকার করতে হবে। বিপিএলে ও সেভাবে পারফর্ম করতে পারছে না। তারপরও বাউন্সি উইকেটে ও ভালো খেলে, সেই হিসেবে ওকে নেওয়া হয়েছে।’