বাদ পড়ার কারণ 'পরিষ্কার' করার আকুতি ইমরুলের
ক্যারিয়ারের এক যুগ পার করে ফেলেছেন এর মধ্যে। তবে জাতীয় দলে এর মধ্যে কয়বার এলেন, আর কয়বার গেলেন, সেই হিসেব বোধ হয় ইমরুল কায়েসের নিজের কাছেও নেই। মাস তিনেকও হয়নি, এক ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন। অথচ এখন নিউজিল্যান্ডের সফরর টেস্ট আর ওয়ানডে, কোনো দলেই জায়গা হয়নি। বার বার এভাবে বাদ পড়া ইমরুলের এখন সয়ে গেছে, তবে নির্বাচকদের কাছে আকুতি জানালেন বিষয়টা পরিষ্কার করার জন্য।
নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দলের সাব্বির ফিরলেও জায়গা হয়নি ইমরুলের। আনুষ্ঠানিক ব্যাখ্যায় সেদিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘প্রেজেন্ট ফর্ম ও কন্ডিশন চিন্তা করে ইমরুলকে বাদ দেয়া হয়েছে।’ কিন্তু সেই ফর্ম আর কন্ডিশন কী, সেটি পরিষ্কার করেননি মিনহাজুল। ইমরুলও ঠিক নিশ্চিত নন, কেন তাঁকে বাদ দেওয়া হলো, ‘সেই জিনিসটা (কেন বাদ দেওয়া হলো) যদি ক্লিয়ার করে তাহলে আমি ওই জায়গাটা নিয়ে কাজ করতে পারি। আরও বেটার ওয়ার্ক করতে পারি। আমার কাছে মনে হয় এই জিনিসটা ক্লিয়ার হওয়া আমার জন্য বেটার কারণ আমি কেন থাকছি না, বা কেন নাই। আমি নিজেও জানি না, হয়ত টিম কম্বিনেশনের কারণে... হয়তো চিন্তা করেছে একই পজিশনে হয়ত (অনেক ব্যাটসম্যান) আমাকে দরকার নাই। তার জন্য হয়্তো আমি তাদের মাথায় নেই।’
কিন্তু বার বার এভাবে বাদ পড়া কতটা মেনে নিতে পারেন? ইমরুল এখন নিয়তি মেনে নিয়েছেন, দল থেকে বাদ পড়া নিয়ে আর মাথা ঘামান না, ‘গত দশ বছর ধরে তো এভাবেই খেলে আসছি। খেলতে হচ্ছে। আমি নিজেও জানি না যে, আমি ভাল খেলার পর পরের সিরিজে খেলতে পারব কি পারব না, আমি নিজেও এক্সপেক্ট করি না। আমি ওভাবেই মেন্টালি রেডি থাকি যখনই সুযোগ পাই জাতীয় দলের জন্য একটা সুযোগ, ওভাবেই খেলার চেষ্টা করি।’