'ভুল খবরে' ক্ষতি ইমরুলেরই?
কদিন আগেই একটা বেসরকারি টেলিভিশম চ্যানেল সদ্যপ্রাপ্ত খবর দিল, নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দলে ১৬তম সদস্য হিসেবে ডাক পাচ্ছেন ইমরুল কায়েস। এরপর সেটি নিয়ে বিসিবি থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, খবরটার সত্যতা নিয়ে প্রশ্ন জোরেশোরেই শুরু হয়ে গেছে। আজ বোর্ডসভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, এ ধরনের কিছু তিনি বলেননি। বরং এ ধরনের খবরে ইমরলের ‘ক্ষতি’ হতে পারে, তেমন আভাসই দিলেন।
টেস্টে ১৬তম সদস্য হিসেবে বাড়তি একজন পেসার নেওয়া হবে, সেই আভাস আগেই দিয়েছিলেন নির্বাচকেরা। তবে ওয়ানডের দলে ১৬তম সদস্য হিসেবে ইমরুল আসছেন, সেটি একটু অপ্রত্যাশুতই। নাজমুল হাসান আজ বলেছেন, তিনি আশা করেছেন ইমরুল ১৬তম সদস্য হিসেবে চলে আসবে। কিন্তু সেটা তিনি নিশ্চিত করেননি, সেটা আজ পরিষ্কারভাবেই বলে দিলেন, ‘নিউজ দিয়ে দেওয়া হলো- ইমরুলকে স্কোয়াডে নেওয়া হয়েছে। এবং আমি নাকি এটা নিশ্চিত করেছি। আমার কাছে এখনো নামই আসেনি, তো আমি কীভাবে কনফার্ম করব। এটা তো আসবে নির্বাচকদের কাছ থেকে। ’
বাদ পড়া নিয়ে কদিন আগেই ইমরুল নিজের অনুযোগ জানিয়েছেন। কুমিল্লা অধিনায়ক হয়ে সংবাদ সম্মেলনে স্পষ্ট করেই বলেছেন, ‘সেই জিনিসটা (কেন বাদ দেওয়া হলো) যদি ক্লিয়ার করে তাহলে আমি ওই জায়গাটা নিয়ে কাজ করতে পারি। আরও বেটার ওয়ার্ক করতে পারি। আমার কাছে মনে হয় এই জিনিসটা ক্লিয়ার হওয়া আমার জন্য বেটার কারণ আমি কেন থাকছি না, বা কেন নাই। আমি নিজেও জানি না, হয়ত টিম কম্বিনেশনের কারণে... হয়তো চিন্তা করেছে একই পজিশনে হয়ত (অনেক ব্যাটসম্যান) আমাকে দরকার নাই। তার জন্য হয়তো আমি তাদের মাথায় নেই।”’
এখন নাজমুল হাসান বলছেন, ইমরুলকে নিয়ে এই জল ঘোলার কারণে এখন তাঁর দলে আসার সম্ভাবনা আরও কমে যেতে পারে, ‘আপনারা যদি এমনভাবে দেন যেটা আমি বলিনি তাহলে তো এটা ক্ষতিকর। এখন এমন অবস্থা হয়েছে ইমরুল যদি কোয়ালিফাই হয় আসলেও তাকে নেওয়া হবে কিনা এটা একটা প্রশ্ন চলে আসছে। কেন এরকম করে লাভটা কি। যা হওয়ার পর তো হয়েই গেল। মাঝখান থেকে ইমরুলের এখন বাদ পড়ার সম্ভাবনা। কার লাভ হলো এতে?’
নাজমুল হাসান বললেন, এখন থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথাবার্তায় আরও বেশি লাগাম পরাবেন, আরও বেশি সংযত হবেন।