সেই খালেদ মাসুদই নিউজিল্যান্ড সফরে ম্যানেজার
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে খালেদ মাসুদ পাইলট ম্যানেজার হচ্ছেন, সেটা অনানুষ্ঠানিকভাবে জানা গিয়েছিল আগেই। আজ বোর্ডসভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে প্রশ্ন উঠল, যে ম্যানেজারের শৃঙ্খলাজনিত আচরণের ব্যাপারে প্রশ্ন উঠছে তাঁকে ম্যানেজার করা কতটুকু বিবেচনাপ্রসূত। নাজমুল হাসান অবশ্য এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি, জানিয়েছেন অভিজ্ঞতার কারণেই খালেদ মাসুদের ওপর আস্থা রেখেছেন।
২০০৩ বিশ্বকাপে খালেদ মাসুদের পাইলটের নেতৃত্বে বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। সেবার মাঠে ও মাঠের বাইরে মাসুদের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ছিল অনেক। তার চেয়েও বড় কথা, বিসিবির অনেক ব্যাপারে পরে তিনি সমালোচনা করেছেন। প্রচারমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর ছিল সরব উপস্থিতি। এত কিছুর পরও কেন তাঁকে ম্যানেজার হিসেবে নেওয়া হলো? নাজমুল হাসান এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিতে পারেননি, ‘এটা কঠিন প্রশ্ন। এটার উত্তর দেওয়া কঠিন আমার জন্য। আসলে যেটা হয় অনেকদিন থেকেই আমাদের সঙ্গে দেখছি। এবং আমি কখনো দেখিনি এমন কিছু, এমন কোন কর্মকান্ড করেছে যাতে করে তাকে নেওয়া যায় না। এক্স ক্রিকেটারদের অনেক জায়গায় প্রোভাইড করার চেষ্টা করছি।ডিকেন্সকে আমরা নিলাম, তালহা জুবায়েরকে নিলাম। ন্যাচারালি যে অভিজ্ঞতা আছে তাকে রাখা হয়েছে। এতদিন থেকে দেখে একটা আত্মবিশ্বাস এসেছে, সেজন্য সবাই মনে করেছে তাকে পাঠানো যেতে পারে।’
জাতীয় দলের ম্যানেজারের পদটা বেশ কিছুদিন ধরেই পরিবর্তন হচ্ছে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাবেক ক্রিকেটার ও বিসিবির অপারেশন্স ম্যানেজার সাব্বির আহমেদ শাফিন ছিলেন এই দায়িত্বে। তার আগে জিম্বাবুয়ে সিরিজে আকরাম খান ছিলেন ম্যানেজার, এশিয়া কাপ আর নিদাহাসে সেই দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ।