• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
  • " />

     

    তাসকিনের জায়গায় শফিউল, টেস্ট দলে এবাদত

    তাসকিনের জায়গায় শফিউল, টেস্ট দলে এবাদত    

     

    তাসকিন আহমেদ বাঁ পায়ের অ্যাঙ্কেলের চোটে নিউজিল্যান্ডে যেতে পারছেন না, সেটি জানা হয়েছে দুই দিন আগেই। আজ বিসিবি নিশ্চিত করল, নিউজিল্যান্ড সিরিজে তাসকিনের জায়গায় ওয়ানডে দলে আসছেন শফিউল ইসলাম। আর টেস্ট দলে তাসকিনের জায়গায় ডাক পাচ্ছেন এবাদত হোসেন। 

     

     

    শফিউলের ডাক পাওয়াটা মোটামুটি প্রত্যাশিতই ছিল। এবারের বিপিএলে এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন, রংপুর রাইডার্সের হয়ে  গুরুত্বপূর্ণ সময়ে এনে দিয়েছেন ব্রেক থ্রু। তবে টেস্ট দলে ১৬তম সদস্য হিসেবে নয়, ডাক পেলেন ওয়ানডেতে। ২০১৬ সালের চট্টগ্রামে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন শফিউল। 

    এবাদত হোসেন অবশ্য এখন পর্যন্ত কোনো পর্যায়েই জাতীয় দলে খেলেননি। এবারের বিপিএলে সুযোগও তেমন পাননি, তবে সিলেট সিক্সারসের হয়ে শেষ ম্যাচে ৪ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন। বিসিএলে নর্থ জোনের হয়ে গত নভেম্বরে পেয়েছিলেন ম্যাচে ১০ উইকেট। তাঁকে সহ টেস্ট দল হলো ১৫ জনের। বাড়তি একজন পেসার নেওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত জানায়নি বিসিবি।

     

    টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক),তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, মুমিনুল হক, নাঈম হাসান, সাদমান ইসলাম, এবাদত হোসেন।

     

    ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফ উদ্দিন,  সাব্বির রহমান, নাঈম হাসান, শফিউল ইসলাম।