'নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ হবে অনেক, অনেক কঠিন'
বিপিএল এখনও শেষ হয়নি। তবে নিউজিল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ দলের একাংশ রওনা হয়ে গেছে এরই মধ্যে। মুশফিক, মোস্তাফিজ, লিটনসহ বিপিএলের পাট যাদের আগেভাগেই চুকে গেছে, তারা আজ দুপুরে উঠে গেছেন বিমানে। যাওয়ার আগে প্রধান কোচ স্টিভ রোডস ওয়ানডের ব্যাপারে আশাবাদী হলেও টেস্ট কঠিন হবে বলেই মানছেন।
ওয়ানডে নিয়ে বাংলাদেশ অবশ্য আশাবাদী হতেই পারে। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ অনেক দিন ধরেই ধারাবাহিক, ২০১৭ সালে কার্ডিফে সর্বশেষ দেখায়ও হারিয়েছে নিউজিল্যান্ডকে। তার আগে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে সব ওয়ানডেতে হারলেও অন্তত দুইটিতে ম্যাচে ভালোমতোই ছিল। কোচ রোডস আপাতত এই সিরিজটা দেখছেন বিশ্বকাপের আগে নিজের যাচাই করার উপলক্ষ হিসেবে, ‘ আমরা বিশ্ব ক্রিকেটে এখন কোথায় আছি সেটা বোঝার জন্য এই সিরিজটা ভালো একটা সুযোগ। বিশ্বকাপের আগে আমরা আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলব। প্রস্তুতির জন্য সেটা হবে তুলির টানে শেষ আঁচড়।’
ওয়ানডে জয়ের আশাবাদ শোনালেও টেস্ট নিয়ে সতর্ক বাংলাদেশ কোচ, ‘আমরা অবশ্যই কিছু ম্যাচ জিততে চাই। আমাদের খেলোয়াড়েরা ইদানীং ভাল করছে। ওয়ানডেতে আমাদের গর্ব করার মতো একটা জায়গা আছে। ওখানে আমরা নিজেদের সেরাটা দিতে পারব। তবে টেস্ট সিরিজ হবে অনেক অনেক কঠিন। আগের চেয়ে বিদেশের মাটির জন্য আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে। আশা করি এবার আমরা ভালো কিছু করতে পারব।’ এবারই প্রথম নিউজিল্যান্ডে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ।
সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডেতে সাব্বির রহমান রান পেয়েছিলেন। এবারও যাওয়ার আগে সেই আশা শুনিয়ে গেলেন, ‘এর আগে দুইবার গিয়েছি নিউজিল্যান্ডে, অভিজ্ঞতা আছে। ওয়েদার কেমন ধারনা আছে। আশা করি দ্রুত মানিয়ে নিতে পারব ও ভালো খেলার চেষ্টা করব।
’