বাংলাদেশের বিপক্ষে ফিরলেন গাপটিল
ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডে শেষে পিঠের ইনজুরিতে পড়েছিলেন তিনি। সেই ইনজুরির কারণে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি ওপেনার মার্টিন গাপটিল। ইনজুরি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষেই ফিরছেন তিনি। গাপটিলের ফেরাতেই দলে জায়গা হারাচ্ছেন আরেক ওপেনার কলিন মানরো। প্রথম দুই ওয়ানডেতে না থাকলেও তৃতীয় ওয়ানডেতে অবশ্য দলে আছেন তিনি, শেষ ম্যাচ বিশ্রামে থাকবেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
চার ম্যাচে রান মাত্র ৪৭, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খুব ভালো কাটেনি গাপটিলের। সাথে যোগ হয়েছিল ইনজুরিও। তবে বাংলাদেশের বিপক্ষে গাপটিলকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ড নির্বাচক গ্যাভিন লারসেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে গাপটিলকে পেয়ে আমরা দারুণ খুশি। তিনি বিশ্বমানের একজন ক্রিকেটার ও আমাদের ওয়ানডে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সে আর হেনরি ভারতের বিপক্ষে দারুণ সূচনা এনে দিয়েছে আমাদের। প্রথম দুই ম্যাচে ওরকম শুরুই দেখতে চাই। তৃতীয় ম্যাচে মানরোও ফিরবে উইলিয়ামসনের বদলে।’
গাপটিলের পাশাপাশি স্কোয়াডে আছেন ইনজুরি থেকে ফেরা মিচেল স্যান্টনার ও টড অ্যাস্টেলও। এই দুইজনের ফেরাতেও দল উপকৃত হবে, মানছেন লারভিন, ‘গত বছরে পাওয়া সেই গুরুতর ইনজুরি কাটিয়ে স্যান্টনার খেলায় ফিরেছে, এটা আমাদের জন্য ভালো খবর। তাকে আমরা সবসময় পর্যবেক্ষণে রাখব। টডও ইনজুরি কাটিয়ে ভারতের বিপক্ষে অল্প কিছু সুযোগ পেয়েছিল। তাকে আমরা আরও ভালো করতে দেখতে চাই।’
প্রথম দুই ম্যাচে অধিনায়ক থাকবেন উইলিয়ামসন। তৃতীয় ম্যাচে বিশ্রাম নেবেন তিনি। তাঁর পরিবর্তে সেই ম্যাচে অধিনায়ক থাকবেন টম ল্যাথাম।