• বঙ্গবন্ধু গোল্ড কাপ
  • " />

     

    ছেলেদের ফুটবলে মেয়েদের কোচ!

    ছেলেদের ফুটবলে মেয়েদের কোচ!    

    ইউরোপীয় ফুটবলে ঘটনাটা একদমই বিরল নয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই অভিনবই বলতে হবে। ছেলেদের দলের ফুটবল দলের কোচ একজন মেয়ে- এমন ইতিহাস তো আগে দেখেনি বাংলাদেশ। মিরোনা খাতুন সেই অবিশ্বাস্য কীর্তিটাই গড়েছেন। চ্যাম্পিয়নশিপের দল ঢাকা সিটি এফসির কোচ হয়েছেন সাবেক এই ফুটবলার।

    ফুটবলে না হলেও অন্য খেলায় ছেলেদের দলে কোচ মেয়েদের হওয়ার ঘটনা বাংলাদেশেই আছে। ডালিয়া আক্তার ঢাকা জেলা হ্যান্ডবল দলের কোচ হিসেবে কাজ করেছেন আগে। তবে ফুটবল বলেই মিরোনার এই অর্জনটা অন্য মাত্রা পাচ্ছে। দায়িত্বটা অবশ্য পেয়েছেন কিছুটা পাকেচক্রে। ঢাকা সিটি এফসির নিয়মিত কোচ আবু নোমান নান্নুর আছে ইউয়েফা সি লাইসেন্স। কিন্তু চ্যাম্পিয়নশিপ দলের কোচ হতে অন্তত ইউয়েফা বি লাইসেন্স থাকতে হয়। সেটি থাকার জন্যই কপাল খুলে গেছে মিরোনার।

    গত বছরের ২৪ ডিসেম্বর চুক্তিটা করেছেন মিরোনা। জানিয়েছেন, ‘কোচিং লাইসেন্স পাওয়ার পরেই শাওন স্যার আমাকে বললেন ক্লাবের হেড হওয়ার কথা। সত্যিই খুবই খুশি হয়েছিলাম।’ কিন্তু ছেলেদের দলের একজন কোচ মেয়ে হওয়ার ব্যাপারটা  কীভাবে নিচ্ছে ক্লাবের অন্যরা? মিরোনা এখানেও ইতিবাচক, ‘দলের সবাই আমাকে খুব ভালোভাবেই বরণ করেছে। সবাই খুব উৎসাহ দিচ্ছে।’

    মিরোনা নিজে সাত বছর খেলেছেন পেশাদার ফুটবল। নৌবাহিনি ও বিজেএমসির হয়ে দূরপাল্লার দৌড়ে জিতেছেন ১৩টি সোনা। মেয়েদের ফুটবলে বি লাইসেন্স মিরোনা ছাড়াও আছে আরও পাঁচ জনের।