'প্রথম ১০ ওভারেই ম্যাচটা হেরে গেছি'
তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ কেউই রান পাননি। লিটন, সাব্বিরও ব্যর্থ। সৌম্য ভালো একটা শুরু করেও বড় করতে পারেননি। তারপরও বাংলাদেশ শেষ পর্যন্ত ২৩২ পর্যন্ত যেতে পেরেছে। প্রথম ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলাটাই হারের মূল কারণ হিসেবে মানছেন মাশরাফি বিন মুর্তজা।
আজ নেপিয়ারে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ, ৮ উইকেটে হেরেছে। তবে মাশরাফি বলছেন, প্রথম ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলাতেই ম্যাচটা আসলে হেরে গেছে বাংলাদেশ, ‘আমার মনে হয় রান ২৮০,৯০ বা ৩০০র মতো হতে পারত। দেখুন, প্রথম চার জনকে দ্রুত হারানোর পরও আমরা ২৩২ করতে পেরেছি। উইকেট ভালো ছিল, আমাদের রান আরও বেশি করা উচিত ছিল। সেটা হলে ম্যাচ অন্যরকম হতে পারত। শুরুতে বাজে সিদ্ধান্তের কারণে আমরা উইকেট হারিয়েছি। বল অবশ্য সুইং করছিল শুরুতে। কিন্তু প্রথম ১০ ওভারে উইকেট বেশি হারানোটা হারের বড় একটা কারণ বলতে পারেন।’
আজই অষ্টম উইকেটে মিঠুন-সাইফ উদ্দিনের ব্যাটে বাংলাদেশের রেকর্ড জুটি হয়েছে। এটাকেই এই ম্যাচের পাওয়া হিসেবে নিচ্ছেন মাশরাফি, ‘অবশ্যই, ভালো ব্যাপার হচ্ছে আমাদের লেট অর্ডার রান করেছে, আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আজ যদি কিছু ইতিবাচক নিতে হয় তাহলে এটাই। মিঠুন রান পেয়েছে, সাইফ উদ্দিনের সাথে জুটি ভালো হয়েছে। ’
পরের ম্যাচে টপ অর্ডারের কাছে ভালো কিছু চান বাংলাদেশ অধিনায়ক, ‘লোয়ার অর্ডার খুব ভালো ব্যাট করেছে, কিন্তু সব দলই চায় টপ অর্ডার যাতে ভালো করে। এসব জায়গায় প্রথম ১০ ওভারে একটু বেশি সতর্ক থাকতে হয়। তখন বল সুইং করে। তখন সেটা সামলাতে পারলে বল সহজেই ব্যাটে এসেছে। ক্রাইস্টচার্চে আশা করি ভালো উইকেটে হবে, আমাদের টপ অর্ডার সেখানে ভালো করতে পারবে বলে আশাবাদী। আমরা সবাই জানি, ওখানে ট্রু উইকেটে ২৮০-৯০ করতে হবে। আমাদের এটা কীভাবে করা যায় সেটা নিয়ে ভাবতে হবে।’
বোলিং নিয়ে খুব অসন্তুষ্ট নন অধিনায়ক, ‘কাজটা কঠিন, উইকেট ভালো ছিল। আমাদের বল খুব খারাপ হয়নি। সাকিব ছিল না, তারপরও আমরা চেষ্টা করেছি। তবে অবশ্যই আজকে থেকে উন্নতির সুযোগ তো আছেই।’