• লা লিগা
  • " />

     

    উদযাপনে ফেঁসে যাচ্ছেন বেল?

    উদযাপনে ফেঁসে যাচ্ছেন বেল?    

    রিয়ালের হয়ে এই মৌসুমে একেবারেই জ্বলে উঠতে পারেননি গ্যারেথ বেল। ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পর তাঁকেই ধরা হচ্ছিল রিয়ালের নতুন আক্রমণের 'নিউক্লিয়াস', কিন্তু সেই আস্থার প্রতিদান দিতে একেবারেই ব্যর্থ হয়েছেন ওয়েলস ফরোয়ার্ড। নিজেকে হারিয়ে খোঁজা বেলকে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তাই শুরুতে থাকতে হয়েছিল বেঞ্চেই। কিন্তু দ্বিতীয়ার্ধে নেমেই বেল যেন প্রমাণ করলেন, এখনও ফুরিয়ে যাননি তিনি। গোল করে অ্যাটলেটিকোর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিলেন তিনিই। কিন্তু মৌসুমের অন্যতম বড় ম্যাচে দলের জয় নিশ্চিত করা গোলের কারণেই হয়ত ভুগতে হচ্ছে বেলকে। ওয়েলস ফরোয়ার্ডের উদযাপন নিয়ে প্রশ্ন তুলেছিল অ্যাটলেটিকো। সেই অভিযোগ এখন লা লিগা হস্তান্তর করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে। মার্কা জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বেল।

     

      

     

    অ্যাটলেটিকোর বিপক্ষে লিগের ম্যাচে দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় নেমেছিলেন বেল। ৭৩ মিনিটে প্রতি-আক্রমণে লুকা মদ্রিচের চমৎকার থ্রু পাস থেকে বাঁ-পায়ের জোরাল শটে গোল করেছিলেন তিনি। গোলের পর দুহাত ব্যবহার করে করা উদযাপনের পরই অ্যাটলেটিকো সমর্থকদের জোর দুয়ো শুনতে হয় তাকে। স্প্যানিশ ফেডারেশনের কাছে পাঠানো অভিযোগ পত্রে লা লিগা কর্তৃপক্ষ লিখেছে, 'ম্যাচের ৭৩ মিনিটে গোলের পর বেল ডান হাত উঁচু করে বাঁহাত তাঁর ডান হাতের মাঝে স্থাপন করে। উদযাপনের সময় সে অ্যাটলেটিকো সমর্থকদের দিকে তাকিয়েছিল এবং উদযাপনটি যে তাদের উদ্দেশ্যেই করা, এ বিষয়ে সন্দেহ নেই কোনও। লা লিগার পেশাদারি আইনের ৮৯ নম্বর ধারা অনুযায়ী, উদযাপন দিয়ে প্রতিপক্ষ সমর্থকদের উসকানো নিয়ম বহির্ভূত। এটা সাধারণ পেশাদারিত্ব আচরণেরও বাইরে। যদি প্রমাণিত হয় যে তিনি (বেল) এই উদযাপন ইচ্ছাকৃতভাবে জেনেশুনেই করেছিলেন, তাহলে ন্যূনতম ৪ থেকে ১২ ম্যাচ পর্যন্ত বহিষ্কৃত হবেন তিনি। আর যদি অনিচ্ছাকৃত হয়, তাহলে বহিষ্কারাদেশটা হবে ১ থেকে ৩ ম্যাচের।'