• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
  • " />

     

    গাপটিলের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে পাত্তা পেলো না বাংলাদেশ

    গাপটিলের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে পাত্তা পেলো না বাংলাদেশ    


    নিউজিল্যান্ড ১৬২/১ টানা দ্বিতীয় সেঞ্চুরি, ওয়ানডেতে গাপটিলের সেঞ্চুরি নম্বর ১৬! ফিফটির মতো সেঞ্চুরিও পূর্ণ করলেন চার মেরে, মাত্র ৭৬ বলে। কেন উইলিয়ামসনের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটি ১০০ ছাড়িয়েছে, নেপিয়ারের মতো ক্রাইস্টচার্চেও জয়ের দিকে এগুচ্ছে নিউজিল্যান্ড।  

     

     

    নিউজিল্যান্ড ৭০/১ মাত্র ৩৩ বলে ফিফটি পূর্ণ করেছেন গাপটিল, মাশরাফিকে ডিপ স্কয়ার লেগ দিয়ে চার মেরে। ছয় চারের সঙ্গে মেরেছেন দুই ছয়। ক্যারিয়ারে এটি ৩৫তম ফিফটি তার। 


    নিউজিল্যান্ড ৪৫/১ মোস্তাফিজকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন হেনরি নিকোলস। ৪৫ রানে প্রথম ব্রেকথ্রু পেয়েছে বাংলাদেশ। বাউন্ডারি লাইনে ভাল ক্যাচ নিয়েছেন লিটন। অন্যপ্রান্তে অবশ্য শুরুতা ঝড়ো করেছেন মার্টিন গাপটিল, মিরাজকে এক ওভারেই মেরেছেন দুই ছয়। 


    নেপিয়ার ও ক্রাইস্টচার্চ- বাংলাদেশের ব্যাটিং 'দেঁজা ভু'


    বাংলাদেশ ২২৬ অল-আউট সাইফউদ্দিন বোল্ড হয়েছেন ফার্গুসনের বলে, মাশরাফি ক্যাচ দিয়েছেন নিশামের বলে। ১০ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন হেনরি, ফার্গুসন ৩ উইকেট নিতে খরচ করেছেন ৪৩ রান। 


    বাংলাদেশ ২০৬/৮ সাব্বির পরাস্ত হয়েছেন ফার্গুসনের পেসের সংমিশ্রণে। স্লোয়ারে আলতো করে খেলতে গিয়ে টাইমিং ঠিকঠাক হয়নি, ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিতে হয়েছে। ফিফটিটা পাওয়া হয়নি তার, থেমেছেন ৪৩ রানেই। সাব্বিরের আগে নিশামের বলে ক্যাচ তুলেছেন মিরাজ, বড় শটের ব্যর্থ চেষ্টায়।  


    বাংলাদেশ ১৬৮/৬ সাব্বিরের সঙ্গে ৭৫ রানের জুটি ও নিজের ৫৭ রানের পর টড অ্যাস্টলের স্লাইডার মিস করে বোল্ড হয়েছেন মিঠুন। অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোট ভোগাচ্ছিল তাকে। তার আগে বাংলাদেশকে টানার চেষ্টা করেছেন তিনি, নেপিয়ারের মতোই। 



    বাংলাদেশ ৯৫/৫ অ্যাস্টল প্রথম ওভারেই হয়েছেন সফল, আলগা শট খেলে কট-বিহাইন্ড হয়েছেন মাহমুদউল্লাহ


    বাংলাদেশ ৮১/৪ দুইবার জীবন পেয়েছিলেন মুশফিক, হেনরির বলে মিডউইকেটে অ্যাস্টলের হাতে ৫ রানে ও স্লিপে টেইলরের হাতে ১৪ রানে। তবে আগের ম্যাচের মতোই ইনসাইড-এজে বোল্ড হওয়ার আগে করতে পেরেছেন ২৪ রান। সেবার বোল্টকে কাট করতে গিয়েছিলেন, এবার ফার্গুসনের লাফিয়ে ওঠা বলে সোজা ব্যাটে। 


     

    ডি গ্র্যান্ডহোমের 'গ্র্যান্ড' ওভার!


    বাংলাদেশ ৪৮/৩ প্রথম ম্যাচের মতো এবারও শুরুটা ভাল করে শেষটা হতাশাজনক হয়েছে সৌম্যর। ২৩ বলে ২১ রান করে ডি গ্রান্ডহোমের অফস্টাম্প থেকে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে ধরা পড়েছেন একমাত্র স্লিপের হাতে, যিনি দাঁড়িয়ে ছিলেন প্রথম স্লিপ থেকে একটু সরে।


    বাংলাদেশ ১৬/২ আগের ম্যাচের ডিসমিসাল মাথা রেখে বেশ সতর্ক ছিলেন তামিম, তবে শেষরক্ষা হয়নি। আবারও মিডউইকেটের দিকে খেলতে গিয়েছিলেন, ওভার দ্য উইকেট থেকে হেনরির বল। এর আগে একবার লেগস্টাম্পের বাইরে বল পিচ করায় বেঁচে গেলেও এবার ফিরতে হয়েছে তাকে এলবিডব্লিউ হয়ে, রিভিউ নিয়েও বাঁচেননি। 

     


    বাংলাদেশ ৫/১ দ্রুতই ফিরেছেন লিটন দাস। বোল্টকে বেরিয়ে এসে তুলে মারতে চেয়েছিলেন, টাইমিং হয়নি ঠিকঠাক। মিড-অন থেকে পেছনে আড়াআড়ি দৌড়ে ভাল ক্যাচ নিয়েছেন লকি ফার্গুসন। ৫ রানেই ১ম উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৫ম ওভারে ক্রাইস্টচার্চে নেমেছে বৃষ্টি। প্রায় ১২ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে খেলা। 

     


    টস রিপোর্ট

    ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, টসে জিতলে তিনিও তাই করতেন। নেপিয়ারের প্রথম ওয়ানডের দলই খেলছে বাংলাদেশের, নিউজিল্যান্ড দলে আছে একটি পরিবর্তন- স্পিনার মিচেল স্যান্টনারের বদলে এসেছেন ব্যাটসম্যান টড অ্যাস্টল। স্যান্টনার ও সাউদিকে এ সিরিজের স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রবিবার তাদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে খেলার জন্য।

    হ্যাগলি ওভালে টস শুরুর কিছুক্ষণ আগেও উইকেট ঢাকা ছিল কাভারে, ক্রাইস্টচার্চে হয়েছে বৃষ্টি। টসের সময় ১৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ছিল, আছে বাতাসও। শুরুর দিকে উইকেটে মিলতে পারে ময়েশ্চারও। 

    সিরিজে টিকে থাকতে এ ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। নেপিয়ারে প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে ২৩২ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ, পরে মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে স্বাগতিকরা পেয়েছিল সহজ জয়। টসে মাশরাফি বলেছেন, এ ম্যাচে এগিয়ে আসতে হবে ব্যাটসম্যানদেরই। 

    এ ম্যাচ দিয়ে মাশরাফির পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ২০০তম ওয়ানডে খেলতে নামছেন মুশফিকুর রহিম।

    বাংলাদেশ একাদশ 
    তামিম, লিটন, সৌম্য, মুশফিক, মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির, মিরাজ, সাইফউদ্দিন, মাশরাফি, মোস্তাফিজ 

    নিউজিল্যান্ড একাদশ 
    গাপটিল, নিকোলস, উইলিয়ামসন, টেইলর, ল্যাথাম, অ্যাস্টল, নিশাম, ডি গ্র্যান্ডহোম, ফার্গুসন, হেনরি, বোল্ট