• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
  • " />

     

    এবার জরিমানার দুঃসংবাদও শুনলেন মাহমুদউল্লাহ

    এবার জরিমানার দুঃসংবাদও শুনলেন মাহমুদউল্লাহ    

    নিজে ওয়ানডেতে রানের মধ্যে নেই অনেক দিন থেকেই, নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ম্যাচেও রান পানন। দলও হেরেছে দুই ম্যাচে, এর মধ্যেও আরেকটা দুঃসংবাদ পেলেন মাহমুদউল্লাহ। তৃতীয় ওয়ানডেতে অখেলোয়াড়িজনিত আচরণের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁর।

     

     

    ঘটনাটা ঘটেছে মাহমুদউল্লাহর আউট হওয়ার পরেই। ৭ রান করে মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় হতাশাটা গোপন করতে পারেননি, ব্যাট দিয়ে আঘাত করেছেন সীমানা বেষ্টনীতে। আইসিসির লেভেল ওয়ান সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ১০ শতাংশ জরিমানা হয়েছে মাহমুদউল্লাহর। একই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে নামের সঙ্গে। নতুন নিয়মে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। শাস্তিটা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির অবশ্য প্রয়োজন পড়েনি।

    একই ম্যাচে অভব্য আচরণের জন্য জরিমানা করা হয়েছে ট্রেন্ট বোল্টকেও। বোলিং করার সময় দুবার অশ্রাব্য শব্দ উচারণ করার জন্য তাঁর কাটা গেছে ম্যাচ ফির ১৫ শতাংশ। মাহমুদউল্লাহর মতো বোল্টও এই প্রথম পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট।