• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
  • " />

     

    পেসারদের কাছ থেকে একটা জিনিসই চান ওয়ালশ

    পেসারদের কাছ থেকে একটা জিনিসই চান ওয়ালশ    

    ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ড সিরিজ ছিল তাঁর বিদেশের মাটিতে প্রথম পরীক্ষা। দেশের মাটিতে তেমন কিছু করার সুযোগ হয়নি বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের, পেসাররাই যে দর্শক হয়ে থাকেন মিরপুর-চট্টগ্রাম-সিলেটে! তবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের পর এবার সেই নিউজিল্যান্ডে আরও একবার বড় পরীক্ষা অপেক্ষা করছে তাঁর জন্য। সেক্ষেত্রে পেসারদের কাছ থেকে একটা জিনিসই চান- ধারাবাহিকতা।

     

     

    দক্ষিণ আফ্রিকার পর গত বছর ওয়েস্ট ইন্ডিজের পেস সহায়ক উইকেটেও তেমন কিছু করতে পারেননি পেসাররা। নিউজিল্যান্ডের জন্য প্রস্তুতিটাও ঠিক ভালো হয়নি, বিপিএলের পর শুরু হয়ে গেছে ওয়ানডে সিরিজ। দুই দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিন মাত্র ১২ ওভার সুযোগ মিলেছে পেসারদের, এরপরেই বৃষ্টি এসে ভাসিয়ে নিয়ে গেছে বাকি দিনটা। তার আগে মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন পেয়েছেন একটি করে উইকেট। পেসারদের ম্যাচ অনুশীলনটা কম হয়ে গেল বলে ওয়ালশ নিজের হতাশাও গোপন করলেন না, ‘আমরা জানতাম এখানে বৃষ্টির পূর্বাভাস আছে। তাই বৃষ্টি আসার আগে যত বেশি সম্ভব অনুশীলন করে নিতে চেয়েছিলাম। বিশেষ করে পেসারদের জন্য বেশি দরকার ছিল তা। অনুশীলনে অনেক বল করেছি, কিন্তু ম্যাচ খেলাটা একেবারেই আলাদা। পুরো একটা দিন না পাওয়ায় অবশ্যই একটু হতাশ, তবে ফিটনেসের দিক দিয়ে সবাই ভালো অবস্থায় আছে। এখন টেস্টের আগে নিজেদের দক্ষতাটাই শুধু ঠিকঠাক ঝালিয়ে নিতে হবে।’

    সেজন্য এবার মোস্তাফিজের দিকে হয়তো একটু বেশিই তাকিয়ে থাকবেন ওয়ালশ। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না মোস্তাফিজ, দেশের মাটিতে টেস্ট খেলেছেন সেই ২০১৭ সালের দক্ষিণ আফ্রিকা সিরিজে। আবু জায়েদ রাহী অবশ্য ওয়েস্ট ইন্ডিজে পেসারদের মধ্যে একমাত্র যা একটু ভোগাতে পেরেছিলেন প্রতিপক্ষকে। তৃতীয় পেসারের জায়গাটা নিতে টক্কর চলবে খালেদ আহমেদ আর এবাদত হোসেনের। আজ প্রথম ওভারেই উইকেট নিয়ে এবাদত হয়তো একটু এগিয়ে থাকবেন।

    তবে দিন শেষে সব পেসারের কাছ থেকে একটা জিনিসই চাইছেন ওয়ালশ, ‘আমার বার্তা হচ্ছে, সবাইকে ধারাবাহিক থাকতে হবে। ঠিক জায়গায় যত বেশি সম্ভব বল টানা ফেলে যেতে হবে। অনুশীলনে আমরা এই কাজটাই করার চেষ্টা করেছি, আমার মনে হয় এটা ভালোই হয়েছে। হতাশাটা হচ্ছে, দ্বিতীয় স্পেলে কেউ নিজেদের ঝালিয়ে নিতে পারেনি। কন্ডিশনও স্পিন বান্ধব নয়। আমার মনে হয় এক দুইজন পেসারের দলের জন্য ভালো কিছু করার ও নিজেদের দাবিটা জোর গলায় জানানোর এটা একটা ভালো সুযোগ।’