• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
  • " />

     

    এই মুহূর্তে যে কেউ সিরিজ জিততে পারে: উইলিয়ামসন

    এই মুহূর্তে যে কেউ সিরিজ জিততে পারে: উইলিয়ামসন    

    এই ফরম্যাটে দুই দলের তফাতটা র‍্যাংকিংয়ের দিকে তাকালেই স্পষ্ট হয়। একদিকে নিউজিল্যান্ড ইতিহাস গড়ে উঠেছে টেস্ট র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে। অন্যদিকে বাংলাদেশ আছে সেই নবম অবস্থানেই। তবে দুই দলের র‍্যাংকিংয়ের এই বড় পার্থক্যটাকে খুব বড় করে দেখতে নারাজ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম টেস্ট শুরুর আগে উইলিয়ামসন বলছেন, এই মুহূর্তে যে কেউ সিরিজ জিততে পারে।

    ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ হারায় লাভটা বেশি হয়েছে নিউজিল্যান্ডেরই। প্রথমবারের মতো কিউইরা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ড একধাপ এগুলেও বাংলাদেশ আছে সেই আগের নয় নম্বরেই।

    র‍্যাংকিং নিয়ে অবশ্য খুব একটা মাথা ঘামাচ্ছেন না উইলিয়ামসন, ‘এটা নিয়ে বেশি ভাবার কিছুই নেই। সব মনোযোগ খেলার প্রতিই থাকা উচিত। মৌসুম শেষে হয়ত পেছনে ফিরে তাকানোর সময় এটা নিয়ে খুশি হওয়া যেতে পারে। তবে সামনে অনেক কঠিন সিরিজ অপেক্ষা করছে, এখন এসব ভাবার বিষয় না।’

    টেস্টে নিউজিল্যান্ডকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার অবিশ্বাস্য সিরিজ জয়ে ‘আপসেটের ভয়ে’ আছেন কিউই স্পিনার টড অ্যাস্টেল। উইলিয়ামসনও তাঁর সাথে একমত, ‘শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ; সবাই খুবই ভালো দল। শ্রীলংকার জয়টা তো অবিশ্বাস্য ছিল, কারণ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানো খুবই কঠিন। তবে এখন যে কেউ ভালো খেলে ম্যাচ, সিরিজ জিততে পারে।’

    আগামীকাল হ্যামিল্টনে শুরু হবে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।