• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    স্মিথ-ওয়ার্নারের জন্য বিশ্বকাপ স্বপ্ন বিসর্জনে রাজি খাওয়াজা

    স্মিথ-ওয়ার্নারের জন্য বিশ্বকাপ স্বপ্ন বিসর্জনে রাজি খাওয়াজা    

    অভিষেকের পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে কখনোই থিতু হতে পারেননি তিনি। এই বছরের শুরুতে প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছিলেন উসমান খাওয়াজা। ভারতের বিপক্ষে সিরিজে খুব একটা খারাপ করেননি, ফিরতি সিরিজে ভারতেও এসেছেন দলের সাথে। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার অপেক্ষায় থাকা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার দলে ফিরলে বিশ্বকাপ স্কোয়াডে হয়ত নাও থাকতে পারেন তিনি। তবে খাওয়াজা বলছেন, বিশ্বকাপে খেলা নিয়ে একদমই মাথা ঘামাচ্ছেন না তিনি।

    জানুয়ারিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচে খাওয়াজা করেছিলেন ১১৪ রান। হায়দরাবাদে চলমান সিরিজের প্রথম ম্যাচেও পেয়েছেন ফিফটি। পাকিস্তানের বিপক্ষে সিরিজেও হয়ত দলে থাকবেন। তবে ভালো পারফর্ম করলেও স্মিথ-ওয়ার্নার সুস্থ হয়ে ফিরলে দলে জায়গা হারানোর ভয় থেকেই যাচ্ছে।

    খাওয়াজা অবশ্য ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানেই পুরো মনোযোগ দিতে চান, ‘ওয়ানডে দলে ফেরার জন্য অনেক পরিশ্রম করেছি। নিজের সেরাটা দিয়েই দলকে জেতানোর চেষ্টা করি। আপাতত এটাতেই মনোযোগ দিতে চাই। সামনের দিনগুলোতে কী হবে, বিশ্বকাপে সুযোগ পাবো কী পাবো না, সেটা নিয়ে আসলে দুশ্চিন্তা করে লাভ নেই।’

    নিজে বাদ পড়লেও বিশ্বকাপের আগে স্মিথ-ওয়ার্নার দলে ফিরুক, এটাই চাইছেন খাওয়াজা, ‘দীর্ঘদিন ধরে এই দুইজন অস্ট্রেলিয়া দলের সেরা দুই ক্রিকেটার। তাঁরা যখনই ফিরবেন, সবাই তাদের স্বাগত জানাবে। এটার জন্য যদি আমাকে কিংবা অন্য কাউকে সরে দাঁড়াতে হয়, অস্ট্রেলিয়ার ভালোর জন্য সেটাও মেনে নিতে কেউই দ্বিধা করবে না।’

    মুখে এমনটা বললেও খাওয়াজা নিশ্চয়ই বিশ্বকাপে খেলার স্বপ্নটা বিসর্জন দিতে চান না!