সেই ওয়েলিংটনে একটাই সুসংবাদ বাংলাদেশের
ওয়েলিংটনে এলে একটা স্মৃতি মনে না পড়ে পারে না বাংলাদেশের। দুই বছর আগে এখানেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম এনে দিয়েছিলেন টেস্টে বাংলাদেশের স্বপ্নের একদিন। পঞ্চম উইকেটে ৩৫৯ রানের ওই জুটি টেস্টে এখনো হয়ে আছে বাংলাদেশের সর্বোচ্চ। সেবার অবশ্য প্রায় ৬০০র কাছাকাছি রান করার পরও হেরেছিল বাংলাদেশ দল। এই ওয়েলিংটনেই আবার ফিরছে বাংলাদেশ, অথচ এবার দলে নেই সাকিব আর মুশফিক!
সাকিব খেলছেন না , সেটা আগে থেকেই জানা ছিল। মুশফিককে পেতে পেতেও পাওয়া হলো না, ব্যাটিং অনুশীলন শুরু করার পরও ব্যথা থেকে যাওয়ায় শেষ পর্যন্ত কাল খেলা হচ্ছে না তাঁর। তামিম ইকবালও আঙুলের চোটে ভুগছেন, তবে কাল মাঠে নামার কথা তাঁর। অবশ্য মাঠে না নেমে উপায়ও নেই তামিমের। স্কোয়াডে যে বাড়তি কোনো ব্যাটসম্যানই নেই! নিশ্চিতভাবে পরিবর্তন হতে যাচ্ছে একটাই, একজন বোলারের জায়গা নিতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। সেটা কার বদলে, আজ সংবাদ সম্মেলনে নিশ্চিত করেননি মাহমুদউল্লাহ।
তবে একটা ব্যাপার বলেছেন ঠিকই। বেসিন রিজার্ভে প্রথম দিনের প্রথম দিক বাদ দিলে ব্যাটসম্যানদের জন্য একেবারেই আদর্শ একটা উইকেট। আপাতত উইকেট দেখে সবুজ মনে হচ্ছে বটে, তবে মাহমুদউল্লাহ নিশ্চিত করলেন দুই বছর আগে অবস্থা এমনই ছিল, ‘বেসিন রিজার্ভের উইকেট তো আগেও সবুজ ছিল। আমার মনে হয় প্রথম দিনটা একটু কঠিন হবে। উইকেটে সিম ম্যুভমেন্ট থাকবে, বাউন্স থাকবে, শট খেলা কঠিন হবে। কিন্তু আমার অনুমান, দিন দিন এটা ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে আসবে।’
সেজন্য প্রথম ইনিংসটা অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন মাহমুদউল্লাহ, ‘টেস্ট ক্রিকেটে আপনি যেটা বললেন, প্রথম ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা আপনাকে ভালো একটা বিল্ড আপ দেয়। আপনি ম্যাচের নিয়ন্ত্রণ কতটুকু আপনার কাছে নিতে পেরেছেন। সেদিক দিয়ে আমরা চাই, যদি প্রথমে ব্যাটিং করি তাহলে যেন ভালো কিছু জুটি হয়। আর বোলিং করলে যেন শুরুতে কিছু উইকেট নিতে পারি।’
এই কাজটাও সহজ হবে না মোটেই। ওয়েলিংটনের বাতাসের বিপক্ষে বাংলাদেশ আগের বারও ভুগেছিল, এবার অবশ্য ফিরছেন মোস্তাফিজ। কিন্তু তিনি একা কতটা করতে পারবেন?