নিউজিল্যান্ডে যাওয়াই হচ্ছে না সাকিবের
এই ওয়েংলিটনে দুই বছর আগে মহাকাব্যিক এক জুটির জন্ম দিয়েছিলেন দুজন। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে এখন দর্শক হয়ে দেখতে হচ্ছে দলের বিপর্যয়। ওয়েলিংটনে দুজনের কেউই নেই। আজ জানা গেল, ক্রাইস্টচার্চে মুশফিকের ফেরার সম্ভাবনা থাকলেও থাকছেন না সাকিব। ২০ মার্চের আগে মাঠে নামতে পারবেন না সাকিব। যার মানে আইপিএল দিয়েই সম্ভবত আবার ফিরতে যাচ্ছেন মাঠে।
গত সপ্তাহেই মিরপুরে ফিটনেস ট্রেনিং শুরু করেছিলেন সাকিব, বোলিং শুরু করেছেন তাও দিন দুয়েক হয়ে গেল। কিন্তু ব্যাটিংসহ পুরোপুরি ফিটনেস ফিরে পেতে আরও দিন দশেক লেগে যাবে। যার মানে ১৬ মার্চ থেকে শুরু ক্রাইস্টচার্চ টেস্টে থাকতে পারছেন না সাকিব। আজ মিরপুরে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন ব্যাপারটি, ‘আমরা মেডিকেলের যে রিপোর্ট পেয়েছি তা হলো, আগামী ২০ মার্চের আগে সাকিব ফিরতে পারবে না। তারপর সে ট্রেনিং করবে। পরে দেখা যাবে সে কী অবস্থান থাকে। তাই নিউজিল্যান্ডে তার যাওয়ার কোন সম্ভাবনাই নেই।’
মুশফিকের ব্যাপারে অবশ্য আশাবাদী আকরাম, ‘মুশফিক রিকভারি করছে। তবে সে খেলবে কি না সেটা টেস্টে দুই তিন দিন আগে বলা যাবে। আমরা আশা করছি মুশফিক তৃতীয় টেস্টে খেলবে।’
এদিকে ২৩ মার্চ থেকে শুরু হবে আইপিএল। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব আইপিএল দিয়েই আবার ফিরতে পারেন মাঠে।