ভুটানকে হারিয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা
ভুটানকে আগের ম্যাচে হারিয়ে বাংলাদেশের সামনে সমীকরণটা সহজই বানিয়ে রেখেছিল নেপাল। ভুটানকে হারাও, উঠে যাও সাফের সেমিফাইনালে। বাংলাদেশের মেয়েরা সেই সুযোগ হারাননি, ২-০ গোলের জয়ে উঠে গেছে শেষ চারে। গোল দুইটি করেছেন মিশরাত জাহান মৌসুমী ও সাবিনা খাতুন।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আগের দুই দেখাতেই ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ। কাগজে কলমেও এগিয়ে ছিল, মাঠের খেলাতেও দেখা গেছে সেই প্রতিফলন। বল সাবিনাদের পায়েই ছিল ম্যাচের শুরু থেকে, যদিও পরিষ্কার সুযোগ পাচ্ছিল না খুব একটা। ২৩ মিনিটে প্রথম সুযোগটা পেল বাংলাদেশ, কিন্তু বক্সের ভেতরে ঢুকে নেওয়া শটটা পরাস্ত করতে পারেনি ভুটান গোলরক্ষককে।
শেষ পর্যন্ত ৪৭ মিনিটে প্রথম গোলটা পেয়ে গেছে বাংলাদেশ। দুর্দান্ত একটা কর্নার করেছিলেন মনিকা চাকমা, গোলমুখে জটলার মধ্যে সেটি এসে পড়ে মৌসুমের পায়ে। বলটা জালে জড়িয়ে দিতে ভুল করেননি, বাংলাদেশ এগিয়ে গেছে ১-০ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে তেঁড়েফুঁড়ে খেলতে থাকে বাংলাদেশ। সহজ কিছু সুযোগ নষ্টও করেছে। তবে ৮৭ মিনিটে সাবিনা যে গোলটি দিয়েছেন, সেটি অনেক দিন চোখে লেগে থাকার কথা। ভুটানি ডিফেন্ডারের ভুলে বক্সের মাথায় বল পেয়েছিলেন, দুজনকে কাটিয়ে ঢুকে পড়লেন বক্সে। এরপর আরও একজনকে কাটালেন, গোলরক্ষককে একপাশে ছিটকে ফেলে দারুণ ফিনিশিংয়ে বল জড়িয়ে দিলেন জালে। শেষ পর্যন্ত ওই ২-০ গোলেই জিতেছে বাংলাদেশ।
তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে বাংলাদেশের। নেপাল আগের ম্যাচটা ৩-০ গোলে জিতে যাওয়ায় গোল ব্যবধানে এগিয়ে আছে। ড্র হলেও নেপালই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।